ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বিনোদন

সন্তান নেওয়ার পরিকল্পনা ছিল না রাধিকার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
সন্তান নেওয়ার পরিকল্পনা ছিল না রাধিকার!

তারকারা অন্তঃসত্ত্বা হলেই যেখানে ঘটা করে সুখবর শেয়ার করেন। সেখানে বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে হাঁটলেন উল্টো পথে।

হঠাৎ করেই ছবি পোস্ট করে বুঝিয়ে দেন তিনি মা হতে চলেছেন।

কয়েকদিন আগে ভক্তদের এমনই চমক দিয়েছেন রাধিকা। এবার এক সাক্ষাৎকারে মা হওয়া নিয়ে এমন মন্তব্য করলেন, যা শুনে হতবাক রাধিকার অনুরাগীরা!

রাধিকার কথায়, গর্ভে সন্তান এসেছে বিনা পরিকল্পনায়। তাই আনন্দে নেই এই অভিনেত্রীর।

২০১২ সালে ব্রিটেনের জনপ্রিয় সঙ্গীত পরিচালক বেনেডিক্ট টেলরকে বিয়ে করেন রাধিকা। তারপর থেকেই মুম্বাই থেকে লন্ডন উড়ে বেড়াতেন তিনি। একদিকে ক্যারিয়ার ও অন্যদিকে বিদেশি স্বামীকে নিয়ে সংসারও করতেন। তবে কখনই রাধিকা তার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি। উল্টে যখনই রাধিকার বিয়ে নিয়ে কথা উঠত, অভিনেত্রী কিন্তু চুপ করেই থাকতেন।

তবে এবার এক সাক্ষাৎকারে মা হওয়া প্রসঙ্গে প্রশ্ন করতেই রাধিকার জবাব, একেবারেই পরিকল্পনা করে নয়। তাই এত সমস্যা হচ্ছে। সব সময় অস্বস্তি হচ্ছে, বমি বমি পাচ্ছে। মুড সুইং হচ্ছে। বিরক্ত লাগছে। তাই এই নিয়ে কোনও আনন্দ নেই আমার। সবাই বলত আমার সব সময়ে আনন্দে থাকা উচিত কারণ, আমি মা হতে চলেছি। তাদের বলতে চাই, আর তোমরা খুশি থাকতে বলছ!

রাধিকা যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা গিয়েছিল কালো রঙে ইভনিং গাউন পরে রয়েছেন তিনি। স্পষ্ট ছিল তার বেবি বাম্প। তবে সেই পোস্টেও মা হওয়া নিয়ে কোনও একটা শব্দও করেননি তিনি। তবে অনুরাগীরা সেই পোস্টের নীচেই শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রীকে।  

এদিকে শিগগিরই মুক্তি পেতে চলেছে রাধিকার দুটি ইংরেজি সিনেমা। এগুলো হচ্ছে ‘সিস্টর মিডনাইট’ ও ‘লাস্ট ডে’।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।