ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বছর ঘুরতেই সুখবর, আবারও মা হচ্ছেন সানা খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
বছর ঘুরতেই সুখবর, আবারও মা হচ্ছেন সানা খান

বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান। ধর্মের পথে চলার জন্য বলিউড ত্যাগ করেছিলেন তিনি।

এরপর মুফতি আনাস সৈয়দের সঙ্গে সংসার শুরু করেন এই অভিনেত্রী। ২০২৩ সালের জুলাই মাসে তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান।

প্রথম সন্তান জন্মের দেড় বছরের মাথাতেই আবারও মা হতে চলেছেন সানা খান। শুক্রবার (২২ নভেম্বর) সামাজিকমাধ্যমে এক পোস্ট দিয়ে এ সুখবর জানিয়েছেন তিনি।

পোস্টে তিনি লেখেন, এই ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আমাদের জন্য দু’আ করুন, যাতে শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের চলার পথ মসৃণ করুন।

২০২০ সালের নভেম্বরে আনাসকে বিয়ে করার আগেই সানা অভিনয় জীবন ছেড়ে দিয়েছিলেন সানা খান। বিগবস ৬ এবং সালমান খানের সিনেমা ‘জয় হোতে’ অভিনয়ের জন্য দর্শকমহলে পরিচিত পেয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।