ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ভবের নদী’তে বাপ্পা মজুমদারের সঙ্গে তারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
‘ভবের নদী’তে বাপ্পা মজুমদারের সঙ্গে তারা বাপ্পা মজুমদারের সঙ্গে গোলাম মোর্শেদ ও সাঈদা শম্পা

জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে একটি দ্বৈত গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী সাঈদা শম্পা। গানটির শিরোনাম ‘ভবের নদী’।

গানটির সুর করেছেন প্রয়াত কিংবদন্তী সংগীতশিল্পী লাকী আখন্দ।

সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। এটি লিখেছেন গীতিকার গোলাম মোর্শেদ। বৃহস্পতিবার ‘গান জানালা’র ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে।

গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, লাকী আখন্দর সুর বরাবরই মন ছুয়ে যায়। আমার খুব ভালো লাগছে তার সুরে এমন একটি গান করতে পেরে। এ জন্য মোর্শেদ ভাইকে ধন্যবাদ জানাই। আমার সঙ্গে শম্পা দারুণ গেয়েছেন। আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে।

সাঈদা শম্পা বলেন, লাকী আখন্দর সুরে গান করতে পারা যে কোনো শিল্পীর জন্য আনন্দের বলতে হয়। এর সঙ্গে বাপ্পা মজুমদারের কণ্ঠ যোগ হয়েছে ‘ভবের নদী’ গানে। আমি আশা করছি শ্রোতারা গানটি শুনলে নিরাশ হবেন না।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।