বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন ঘিরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ছিল জমজমাট। কিন্তু নির্বাচনের দুদিন আগে হঠাৎ ছড়িয়ে পড়ে, আগামী ২৮ ডিসেম্বর এফডিসিতে কোনো নির্বাচন করা যাবে না।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে নির্বাচনে অংশ নিতে যাওয়া দুই প্যানেল। সেখানে জানানো হয়, নির্বাচনে কোথাও থেকে কোনো বাধা আসেনি সুতরাং পূর্বনির্ধারিত তারিখেই হবে নির্বাচন।
এবারের নির্বাচনে একটি প্যানেলের সভাপতি ও মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহীন সুমন ও শাহীন কবির টুটুল। অপর প্যানেলে রয়েছেন মুশফিকুর রহমান গুলজার ও সাফিউদ্দীন সাফি।
জানা গেছে, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পর এফডিসি কর্তৃপক্ষ থেকে নির্বাচনের প্রার্থীদের জানানো হয়, ২৮ ডিসেম্বর নির্বাচন করতে পারবের না তারা। এই খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই এফডিসিতে জড়ো হতে থাকে পরিচালকরা। সকাল থেকেই এফডিসির ডিজির সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেন তারা। একপর্যায়ে পরিচালকদের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে তথ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করে তারা জানতে পারেন নির্বাচনের বিষয়ে কোথাও থেকে কোনো নিষেধাজ্ঞা আসেনি।
সংবাদ সম্মেলনে একটি প্যানেলের সভাপতি প্রার্থী শাহীন সুমন বলেন, নির্বাচন সাধারণত দুই বছর পর পর হয়। এই নির্বাচনকে কেন্দ্র করে নির্মাতারা উৎসবমুখর পরিবেশে মিলিত হন। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। নির্বাচনের আগে আমাদের নিয়ে অমূলক বিভিন্ন কথা ছড়ানো হয়েছে যেগুলোর কোনো ভিত্তি নেই। তবে নির্বাচন ঘিরে আজ ছোট্ট একটা বৈরিতা তৈরি হয়েছিল। পরে সেই সমস্যা কেটে গেছে।
তথ্য মন্ত্রণালয়ের অনুমতি ও নির্বাচনের স্থান জটিলতা নিয়ে তিনি বলেন, নির্বাচনের ভেন্যু নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল। যেহেতু তথ্য মন্ত্রণালয়ের অধীনে আমাদের চলচ্চিত্র বিভাগ। তাই তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এখানে নির্বাচন করতে নিষেধ করেছেন বলে একটি গুজব ছাড়ানো হয়েছিল। পরে আমরা জেনেছি এই তথ্যের সঙ্গে তথ্য উপদেষ্টার কোনো সম্পৃক্ততা নেই। সুতরাং সঠিক সময়ে আমাদের নির্বাচন হবে বলে মনে করছি।
আরেক প্যানেলের সভাপতি প্রার্থী মুশফিকুর রহমান গুলজার বলেন, পরিচালক সমিতির নির্বাচনের মত এফডিসিতে কোনো সংগঠনের নির্বাচন এতোটা সৌহার্দ্যপূর্ণ হয় না। আজ প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে আমরা দুই প্যানেলের প্রার্থীরা বসেছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা চাই নির্বাচনটা সুন্দরভাবে শেষ হোক।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল লতিফ বাচ্চু। তিনি বলেন, গত তিনবার এই নির্বাচনে আমি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি। কোনো নির্বাচনে ঝামেলা হয়নি। এবার নির্বাচনের জন্য আমরা সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছি। আশাকরি সঠিক সময়ে নির্বাচন হবে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এনএটি