ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যেমন ছিলো মিস ইউনিভার্সের ঝলমলে আসর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
যেমন ছিলো মিস ইউনিভার্সের ঝলমলে আসর

এতো এতো রূপের আলো! রূপবতীরা মঞ্চে এলেই ছড়ায় স্বপ্নিল আবহ। মিস ওয়ার্ল্ডের পর মিস ইউনিভার্সকে ঘিরেই এক হয় বিশ্বের অনেক দেশের রূপসীরা।

যুক্তরাষ্ট্রের মায়ামিতে ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় এর ৬৩তম আসর। এবার ৮৮টি দেশ অংশগ্রহণ করে। সবাইকে হটিয়ে বিজয় মুকুট জিতেছেন কলোম্বিয়ার পৌলিনা ভেগা। শীর্ষ তিনে আরও ছিলেন আমেরিকা ও ইউক্রেনের একজন করে সুন্দরী। বিচারকদের প্যানেলে ধনকুবের ডোনাল্ড ট্রাম্প ও টিভি রিয়েলিটি শো তারকা ক্রিস্টিন ক্যাভালারির  পাশাপাশি ছিলেন বক্সার ম্যানি প্যাকুইয়াও। দেখে নেওয়া যাক সেদিনের অনুষ্ঠানের এক ঝলক।




* সেমিফাইনালে উঠে আসা ১৫ প্রতিযোগী।  


* গাইছেন প্রিন্স রয়েস।


* গাইছেন পপ গায়ক নিক জোনাস।


* মিস ইউনিভার্সে’র মুকুট জয়ী পলিনা ভেগা।


* মিস ভেনেজুয়েলা মিগবেলিস লিন।


* মিস ইউএসএ নিয়া সানচেজ।


* (ব‍াঁয়ে) মিস ইউএসএ নিয়া সানচেজ।


* মিস ইউনিভার্স ২০১৩ গ্যাব্রিয়েলা ইসলার।


* মিস ফিলিপাইনস ম্যারি জিন।


*  মিস ইউনিভার্স ২০১৩ গ্যাব্রিয়েলা ইসলার।


* মিস জ্যামাইকা ক্যাসি ফেনেল।


* মিস জ্যামাইকা ক্যাসি ফেনেল।


* (মাঝে) মিস ইন্ডিয়া নয়নিতা লোড়।


* শীর্ষ তিন প্রতিযোগী (বাঁ থেকে) মিস কলম্বিয়া পলিনা ভেগা, মিস ইউক্রেন দিয়ানা হারকুশা এবং মিস ইউএসএ নিয়া সানচেজ।


* মিস ইউনিভার্স পলিনা ভেগাকে অভিনন্দন জানাচ্ছেন অন্য প্রতিযোগীরা, (মাঝে) মুকুট পরিয়ে দিচ্ছেন গ্যাব্রিয়েলা ইসলার।


* মিস কলম্বিয়া পলিনা ভেগ‍া।


* মিস আর্জেন্টিনা ভ্যালেনটিনা ফে।


* মিস কলম্বিয়া পলিনা ভেগা।


* মিস জ্যামাইকা ক্যাসি ফেনেল ও মিস কলম্বিয়া পলিনা ভেগা।


* মিস ইউনিভার্স পলিনা ভেগা।


* মিস ইউনিভার্সের শীর্ষ পাঁচ প্রতিযোগী।


* ফিলিপিনো বক্সার ম্যানি প্যাকুইয়াও।


* মিস কলম্বিয়া পলিনা ভেগা।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।