ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যে উৎসবে শুধুই নারীদের ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
যে উৎসবে শুধুই নারীদের ছবি

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেটি হবে বাংলাদেশেই।

তবে এ উৎসবের একটা বিশেষত্ব আছে- স্থান পাবে শুধুই নারী নির্মাতাদের ছবি। সারা পৃথিবী থেকে নারী নির্মাতারা যোগ দেবেন উৎসবটিতে।

১৪ মার্চ থেকে রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থগার মিলনায়তনে শুরু হবে এটি। চলবে টানা পাঁচ দিন। উইমেন্স ফিল্ম সোসাইটির উদ্যোগে এটি উৎসবের দ্বিতীয় আসর। গত বছর একই সময়ে এর প্রথম আসর বসেছিলো ঢাকাতেই। প্রদর্শিত হয়েছিলো ১৬টি দেশের ২৫টি চলচ্চিত্র।

আয়োজক কর্তৃপক্ষ আশা করছেন, এবার ২০টিরও বেশি দেশ থেকে ৫০টিরও বেশি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র, অ্যানিমেশন ছবি যোগ দেবে উৎসবে।

বাংলাদেশ সময় : ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।