ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চলচ্চিত্র ঐক্যজোটের আন্দোলন স্থগিত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
চলচ্চিত্র ঐক্যজোটের আন্দোলন স্থগিত ছবি: রাশেদ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশের প্রেক্ষাগৃহে হিন্দি ছবি প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলো চলচ্চিত্র সংশ্লিষ্ট সমিতিগুলো। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তাদের আশ্বাস দিয়েছেন, এ দেশে আপাতত হিন্দি ছবি আমদানি করা হবে না।

তাই নিজেদের চলমান সব ধরনের কর্মসূচি স্থগিত করেছেন তারা।

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান, সাধারণ সম্পাদক মিশা সওদাগর ও পরিচালক সমিতির মহাসচিব ‍মুশফিকুর রহমান গুলজার আজ মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনী কার্যালয়ে এ কথা জানান।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।