ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাড়ি বাড়ি বিয়ন্সের নিরামিষ বিক্রি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
বাড়ি বাড়ি বিয়ন্সের নিরামিষ বিক্রি বিয়ন্সে

নিরামিষ খাবারের ব্যবসা শুরু করলেন বিয়ন্সে নোলস। হোম ডেলিভারি মিল সার্ভিসটির নাম দেওয়া হয়েছে ‘টোয়েন্টি টু ডেজ নিউট্রিশন’।

নতুন অধ্যায় নিয়ে দারুণ উচ্ছ্বসিত ৩৩ বছর বয়সী এই মার্কিন পপতারকা।  

বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়ার ব্যবসায় নামা প্রসঙ্গে বিয়ন্সে বলেছেন, ‘এটা একটা চ্যালেঞ্জ। এটা যে নিতে পারলাম, সেটাই অনেক। বন্ধু মার্কো বোর্গেজ এই ভাবনাটা দিয়েছে আমাকে। স্বাস্থ্যকর একটা জীবন সবার থাকা উচিত। আমি পারলে সবাই পারবে। ’

প্রোটিন, কার্বোহাইড্রেড, ফ্যাট মিলে এলাহি নিরামিষ খাবারের প্যাকেজ দিচ্ছেন বিয়ন্সে। ৬৩০ ডলার খরচ করলেই তিনবেলার খাবারের এই প্যাকেজের প্রতিটি দুয়ারে চলে আসবে প্রতি সপ্তাহে। এর মধ্যে সরবরাহের ২০ ডলারও যুক্ত রয়েছে। সব খাবারই আটা-ময়দা ও সয়াসস মুক্ত। প্রোটিন, কার্বোহাইড্রেট ও চির্বির দারুণ সমন্বয় ঘটানো হয়েছে সীমিত লবণ ও চিনির মাধ্যমে।

২০১৩ সাল থেকে স্বামী সংগীতশিল্পী জে-জির সঙ্গে নিরামিষভোজী হয়েছেন বিয়ন্সে। তাদের ঘরে আছে একমাত্র কন্যাসন্তান ব্লু আইভি কার্টার।

বাংলাদেশ সময় : ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।