ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গানে গানে সুবাস ছড়াবেন বেলী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
গানে গানে সুবাস ছড়াবেন বেলী বেলী

পাওয়ার ভয়েজ প্রতিযোগিতা থেকে বের হওয়ার পর বেলী প্লেব্যাকে ব্যস্ত হয়ে পড়েন। এরইমধ্যে জাকির হোসেন রাজুর 'রাঙামন', অপূর্ব রানার 'জন্ম আমার জেলে', রাজ্জাকের 'বেঈমান', আহমেদ আলী মন্ডলের 'প্রবাসীর প্রেম' ও আনোয়ার সিরাজীর 'উতলা মন' ছবিগুলোতে গান করেছেন।



তবে এবার গানে গানে সুবাস ছড়াবেন বেলী। নিজের প্রথম একক অ্যালবাম নিয়ে পহেলা বৈশাখে হাজির হবেন এ শিল্পী। এরইমধ্যে অ্যালবামের কাজ শুরু করেছেন।

সম্প্রতি মগবাজার সর্ম্পক ষ্টুডিওতে তার অ্যালবামের কাজ শুরু হয়। সেখানে সুমন কল্যাণের সুর ও সংগীতে ‘তুমি ছাড়া দিন কাটে না আমার‘ ও ‘রং লেগেছে আকাশে রং লেগেছে বাতাসে’ শিরোনামের দুটি গানের রেকর্ড সম্পন্ন করেন বেলী।

এ প্রসঙ্গে বেলী বাংলানিউজকে বলেন, ‘এ দুটি গান আমার একক অ্যালবামে থাকবে। নতুন এ অ্যালবামের গানগুলো যত্ন করে করছি। আর সুমনদা গান দুইটির সুন্দর সুর ও সংগীতায়োজন করেছেন। আশা করি, শ্রোতাদের পছন্দ হবে। ’

জানা গেছে, বেলীর প্রথম একক অ্যালবামে গান থাকবে মোট আটটি। এ বছর পহেলা বৈশাখে অ্যালবামটি বাজারে আসবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।