ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হৃদয়ে মাটি ও মানুষের ফসল রোপণ উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
হৃদয়ে মাটি ও মানুষের ফসল রোপণ উৎসব

ভালোবাসা দিবসে চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ এক যুগে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে থাকছে মাটি ও কৃষকের ভালোবাসার সমন্বয় ঘটিয়ে ‘ফসল রোপণ উৎসব’।

নরসিংদীর মনোহরদি উপজেলার প্রত্যন্ত গ্রাম সাগরদিতে কয়েক হাজার কৃষক অংশ নিয়েছেন এই আয়োজনে।

বরাবরের মতো অনুষ্ঠানটির পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তিনি বলেন, ‘পৃথিবীর শুরু থেকেই কৃষি একটি অংশগ্রহণমূলক ও সামষ্টিক উৎপাদন কার্যক্রম। জীবন ধারণের তাগিদেই সভ্যতার সুচনায় যে কৃষির যাত্রা তার আবেদন এখনও একই রকম। মাটি, পরিবেশ, ফসল ও মানুষের এক অদ্ভুত মিথস্ক্রিয়ার নাম কৃষি। ’

‘ফসল রোপন উৎসব’ পর্বটি চ্যানেল আইতে ১৪ ফেব্রæয়ারি রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।