ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বলিউডের বাজে ছবি ও অভিনয়শিল্পীদের দৌড়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
বলিউডের বাজে ছবি ও অভিনয়শিল্পীদের দৌড়! দৃশ্য : ‘হামশাকালস’

হলিউডে যেমন বাজে ছবি ও অভিনয়শিল্পীর পুরস্কার (গোল্ডেন রাস্পবেরি) আছে, তেমনি বলিউডে সমালোচকদের নিন্দা কুড়ালে ‘গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডস’ নামে ব্যর্থ তারকাদের বিদ্রূপাত্মক পুরস্কার দেওয়া হয়। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে তিরস্কারের পুরস্কার পাওয়ার মনোনয়নের দিক দিয়ে রেকর্ড গড়েছে সাজিদ খানের সুপার ফ্লপ ছবি ‘হামশাকালস’।

গোল্ডেন কেলার সপ্তম আসরে পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়েছে এটি। অবশ্য মুক্তির পর থেকেই ছবিটিকে সমালোচকরা তো বটেই, অধিকাংশ দর্শকই ধুয়ে দিয়েছে।

এর পাশাপাশি বছরের সবচেয়ে জঘন্য ছবির মনোনয়নে আছে সালমান খানের ‘কিক’, শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’, হৃতিক রোশনের ‘ব্যাং ব্যাং’ এবং অজয় দেবগণের ‘'অ্যাকশন জ্যাকসন’। মজার বিষয় হলো, ‘হামশাকালস’ ছাড়া মনোনীত সব ছবি সুপারহিট হয়েছে। ‘হামশাকালস’ ছবিতে অভিনয় করেছেন সাইফ আলি খান, রিতেশ দেশমুখ, রাম কাপুর, বিপাশা বসু, তামান্না ভাটিয়া, এশা গুপ্তা।  

এবারের গোল্ডেন কেলায় দ্বিতীয় সর্বোচ্চ চারটি বিভাগে মনোনীত হয়েছে ‘অ্যাকশন জ্যাকসন’। গতবারের মতো এবারও সবচেয়ে খারাপ অভিনেত্রীর মনোনয়ন পেলেন সোনাক্ষী সিনহা (অ্যাকশন জ্যাকসন, লিঙ্গা, হলিডে)। একই বিভাগে মনোনীত হয়েছেন ক্যাটরিনা কাইফ (ব্যাং ব্যাং), সোনম কাপুর (সব ছবির জন্য), জ্যাকুলিন ফার্নান্ডেজ (কিক), তামান্না ভাটিয়া (এন্টারটেনমেন্ট)।

বাজে অভিনেতার মনোনয়ন পেয়েছেন সাইফ আলি খান (হামশাকালস), অজয় দেবগন (অ্যাকশন জ্যাকসন), অর্জুন কাপুর (গুন্ডে), সালমান খান (কিক) ও রানী মুখার্জি (মারদানি)।

সাজিদ খানের পাশাপাশি সবচেয়ে খারাপ পরিচালকের তালিকায় আছেন প্রভু দেবা (অ্যাকশন জ্যাকসন), রোহিত শেঠি (সিংঘাম রিটার্নস), সাজিদ নাদিয়াড়ওয়ালা (কিক), সোহেল খান (জয় হো) এবং সিদ্ধার্থ আনন্দ (ব্যাং ব্যাং)।

বছরের সবচেয়ে বিরক্তিকর গানের তালিকায় ঠাঁই পেয়েছে ‘ব্লু হ্যায় পানি পানি’ (ইয়ারিঁয়া), ‘বেবি ডল’ (রাগিনী এমএমএস), ‘গালিয়া’ (এক ভিলেন), ‘ইয়ার না মিলে’ (কিক), ‘তু মেরি’ (ব্যাং ব্যাং)।


বছরের বাজে গীতিকার হিসেবে মনোনীত হয়েছেন সমীর (কলার টিউন, হামশাকালস), সাব্বির আহমেদ (আইসক্রিম, দ্য এক্সপোজ), ইও ইও হানি সিং (ব্লু  হ্যায় পানি পানি, ইয়ারিয়া), বিশাল দাড়লানি (তু মেরি, ব্যাং ব্যাং) এবং ময়ূর পুরী (জনি জনি, এন্টারটেইনমেন্ট)।


বাজে নবাগত অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন টাইগার শ্রফ (হিরোপান্তি), ‘দ্য এক্সপোজ’ ছবির অভিনেত্রীরা, মিষ্টি ও কার্তিক তিওয়ারি (কাঞ্চি), ডেইজি শাহ (জয় হো) এবং ‘ইয়ারিয়া’ ছবির সব অভিনয়শিল্পী।

অযথা রিমেক/সিক্যুয়েল বিভাগে মনোনীত ছবিগুলো হলো- ‘শাদি কে সাইড ইফেক্টস’, ‘রাগিনি এমএমএস টু’, ‘সিংঘাম রিটার্নস’, ‘ব্যাং ব্যাং’, ‘খুবসুরত’, ‘দ্য শৌখিন্স’, ‘ভূতনাথ রিটার্নস’ এবং ‘হেট স্টোরি টু’।

আগামী ১৪ মার্চ ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারে আনুষ্ঠানিকভাবে এবারের গোল্ডেন কেলা বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময় : ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।