ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লালগালিচায় ফ্রক আর গাউনের মেলা!

বৃষ্টি শেখ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
লালগালিচায় ফ্রক আর গাউনের মেলা!

আজ সোমবার বিকেল থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছিলো রিমঝিম বৃষ্টি। ৮৭তম অস্কার অনুষ্ঠানের ভেন্যু ডলবি থিয়েটারও তাই ভিজে চুপসে গিয়েছিলো।

তবে বিকেল গড়াতেই লালগালিচায় চকচকে গাউন আর ফ্রক পরে আসা নামি-দামি তারকাদের আলোয় সব যেন ঝিলমিল করে উঠলো!

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে বরাবরের মতো এবারের অনুষ্ঠান শুরুর আগে অন্যতম আকর্ষণ ছিলো ‘অস্কার রেড কার্পেট’। এই অনুষ্ঠান বিশ্বজুড়ে দর্শকরা উপভোগ করেন বলে ফ্যাশন ও জুয়েলারি ডিজাইনাররা তারকাদের আকর্ষণীয়ভাবে সাজানোর প্রতিযোগিতায় নামেন। শানেল থেকে শুরু করে আলেক্সান্ডার ম্যাককুইন, ক্যালভিন ক্লেইন, ভার্সেস, ইলি সাব, আরমানি, সেন্ট লঁরা প্যারিস, গিভেন্সি, ডিওরের মতো বিখ্যাত প্রতিষ্ঠান ও ডিজাইনারদের দিয়ে পোশাক বানিয়ে লালগালিচায় পরে এসেছিলেন গায়িকা ও অভিনেত্রীরা। লালগালিচায় দ্যুতি ছড়ানো হলিউডের কয়েকজন জনপ্রিয় তারকার ছবি দেওয়া হলো এখানে।


* এবারের অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জুলিয়ান মুর।




* মার্কিন গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ।


* অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যান।  


* মার্কিন অভিনেত্রী গিনেথ প্যালট্রো।


* ব্রিটিশ অভিনেত্রী নাওমি ওয়াটস।



* মার্কিন অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন।


* মার্কিন অভিনেত্রী স্কারলেট জোহানসন।


* ব্রিটিশ অভিনেত্রী রোসামুন্ড পাইক।



* গ্র্যামীজয়ী মার্কিন গায়িকা লেডি গাগা।


* মার্কিন অভিনেত্রী রিস উইদারস্পুন।


* ফরাসি অভিনেত্রী ম্যারিয়ন কতিলার।




* ব্রিটিশ অভিনেত্রী ফেলিসিটি জোন্স।



* ব্রিটিশ গায়িকা রিটা ওরা।


* (বাঁ থেকে) মার্কিন অভিনেত্রী এমা স্টোন।


* মার্কিন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন।


* অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট।


* ব্রিটিশ অভিনেত্রী কিরা নাইটলি।


* মার্কিন অভিনেত্রী ড্যাকোটা জনসন।


* মার্কিন গায়িকা ইডিনা মেনজেল।


* অস্কারজয়ী কেনিয়ান অভিনেত্রী লুপিটা এনইয়োঙ্গো


* মার্কিন গায়িকা-অভিনেত্রী আনা কেন্ড্রিক।  

বাংলাদেশ সময় : ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।