ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শহীদ আলতাফ মাহমুদের জীবন নিয়ে নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
শহীদ আলতাফ মাহমুদের জীবন নিয়ে নাটক

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরকার শহীদ আলতাফ মাহমুদের জীবনভিত্তিক গল্প নিয়ে তৈরি হলো বিশেষ নাটক ‘ঘুমের দেশে ঘুম ভাঙাতে’। আনিসুল হকের রচনায় এটি পরিচালনা করেছেন আশরাফী মিঠু।

এতে অভিনয় করেছেন শিমূল ইউসুফ, হিল্লোল, ভাবনা প্রমুখ।

 

গল্পে তুলে ধরা হয়েছে, ১৯৫০-৫৩ সালের মাঝামাঝি টগবগে তরুণ প্রাণ আলতাফ মাহমুদ বরিশাল থেকে লঞ্চে করে ঢাকায় আসেন তৎকালীন বিশিষ্ট সংগীতজ্ঞ আব্দুল লতিফের আমন্ত্রণে। লঞ্চে ওঠার সময় তার কাছে লঞ্চ ভাড়া দেওয়ার মতো টাকা ছিলো না। তাই লঞ্চের ওপর বেহালা বাজিয়ে লঞ্চের ভাড়া মিটিয়ে ঢাকায় নামেন তিনি।  

 

আবদুল গাফফার চৌধুরী একদিন গানের আসরে উপস্থিত হন তার লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ নিয়ে। সেটা নিয়ে আব্দুল লতিফ এবং আলতাফ মাহমুদ সুর দেন। এর মধ্যে আলতাফ মাহমুদের সুরই জনপ্রিয় হয়। ১৯৭১ সালে আলতাফ মাহমুদকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে পাকিস্তানি সেনারা।  

 

এটিএন বাংলায় ২৭ ফেব্রুয়ারি রাত ১১টায় প্রচার হবে ‘ঘুমের দেশে ঘুম ভাঙাতে’।

 

বাংলাদেশ সময় : ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।