ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নেপালের চা বাগানে চৈতী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
নেপালের চা বাগানে চৈতী চৈতী

কাঠফাটা রোদে নেপালের চা বাগানে কাজ করছেন চৈতী। চা পাতা ওঠাচ্ছেন, ঝুড়িতে বয়ে নিয়ে যাচ্ছেন।

জনপ্রিয় এই ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’কে একটি নাটকে এসব দৃশ্যে দেখা যাবে।  

 

সম্প্রতি বাংলাদেশ থেকে কয়েকজন অভিনয়শিল্পী নেপালের কাঠমান্ডুতে একাধিক নাটকের কাজে গিয়েছিলেন। এই দলে চৈতীর পাশাপাশি ছিলেন শানু, শম্পা, মিমো, তানভীর, তিথি কবির, ইশরাত তন্বী প্রমুখ।  

 

চৈতী বাংলানিউজকে বলেন, ‘আমরা একসঙ্গে দুটি টেলিছবি ও দুটি একক নাটকের কাজ করেছি। এর মধ্যে একটিতে আমাকে দেখা যাবে চা বাগানের কর্মীর ভূমিকায়। ’

 

নেপালের বিভিন্ন জায়গায় চিত্রায়িত এ নাটকগুলোর নাম হচ্ছে ‘স্বপ্ন শিখর, ‘দূরত্ব’ এবং ‘অভিবাসী’। এগুলো পরিচালনা করেছেন হাসান শিকদার। শিগগিরই বিভিন্ন চ্যানেলে এগুলোর প্রচার শুরু হবে।  

 

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।