ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জেনে নিন কোথায় কী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মে ১, ২০১৫
জেনে নিন কোথায় কী ‘সামান্তার জন্য অর্কিড’ নাটকে সজল ও মম

রাজধানীর বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্রে ১ মে রয়েছে নানান আয়োজন। এক ঝলকে জেনে নিন…

 

মঞ্চ

বাংলাদেশ শিল্পকলা একাডেমি

* জাতীয় নাট্যশালা মূল মঞ্চ : নাট্যকেন্দ্রের নাটক ‘দুই যে ছিলো এক চাকর’ সন্ধ্যা ৭টায়।

কার্লো গোলডোনির ‘দ্য সার্ভেন্ট অব টু মাস্টারস’ অবলম্বনে রূপান্তর ও নির্দেশনায় তারিক আনাম খান।  

* পরীক্ষণ থিয়েটার হল : আরণ্যক নাট্যদলের নাটক ‘রাঢ়াঙ’ সন্ধ্যা ৭টায়। রচনা ও নির্দেশনায় মামুনুর রশীদ।  

 

চলচ্চিত্র

ব্লকবাস্টার সিনেমাস

* ফিউরিয়াস সেভেন থ্রিডি (দুপুর ১২টা, দুপুর ২টা ৫০, বিকেল ৫টা, সন্ধ্যা ৭টা ৫০)।

* খোকা বাবু ৪২০ (দুপুর সাড়ে ১২টা, বিকেল ৩টা ৪০, সন্ধ্যা ৬টা ৪৫)।

* ইনসার্জেন্ট থ্রিডি (দুপুর ১২টা, বিকেল ৫টা ৪০, রাত ৮টা ১০)।

* দ্য ল্যাজারাস ইফেক্ট (দুপুর ২টা ৩০, সন্ধ্যা সাড়ে ৬টা)।

* ছুঁয়ে দিলে মন (দুপুর ১টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা)।

* মর্টডিকাই (দুপুর সাড়ে ১২টা, বিকেল সাড়ে ৪টা)।

* জুপিটার অ্যাসেন্ডিং থ্রিডি (দুপুর ২টা ৩০)।

 

টেলিভিশন

এটিএন বাংলা :  টেলিভিশন নাটক নিয়ে রিয়েলিটি শো ‘নাট্যযুদ্ধ’ রাত ৮টা ৪৫ মিনিটে। উপস্থাপনায় আলিফ চৌধুরী ও সাদিয়া সোমা।  

চ্যানেল আই :  পারভীন সুলতানা দিতি পরিচালিত টেলিছবি ‘খুঁজি তোমায় মাগো’ দুপুর ২টা ৪০ মিনিটে। অভিনয়ে অপূর্ব, নওশিন, দিতি।

একুশে টেলিভিশন :  ধারাবাহিক নাটক ‘ঘাসফুল’ রাত সাড়ে ৯টায়। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, জয়ন্ত চট্টোপধ্যায়, সাদিয়া ইসলাম মৌ, আজাদ আবুল কালাম, তানিয়া আহমেদ, শশী, আফরান নিশো, মাজনুন মিজান। ‘ফোনো লাইভ স্টুডিও কনসার্ট’ রাত ১২টা ৫ মিনিটে।  

এনটিভি :  ইভানের উপস্থাপনায় ‘বন্ধু তোমারই খোঁজে’ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। অতিথি ইলিয়াস কাঞ্চন। ধারাবাহিক নাটক ‘বিন্দু বিসর্গ’ রাত ৮টা ১৫ মিনিটে। অভিনয়ে আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, আব্দুল কাদের, ফারুক আহমেদ, লায়লা হাসান, ফারহানা মিঠু, মৌসুমী হামিদ, শ্যামল মাওলা, স্পর্শীয়া, শিল্পী সরকার অপু, অ্যালেন শুভ্র। নাজিবার উপস্থাপনায় রান্না বিষয়ক রিয়েলিটি শো ‘সুপার শেফ ২০১৫’ রাত ৯টায়।

আরটিভি :  তারকা ও তার মাকে নিয়ে অনুষ্ঠান ‘আমি আর মা’ রাত ১১টা ২০ মিনিটে।  

বাংলাভিশন : সৈয়দ আব্দুল হাদীর উপস্থাপনায় ‘গানে গানে দেশে দেশে’ রাত ৯টা ০৫ মিনিটে। ধারাবাহিক নাটক ‘খড়কুটা’ রাত ৯টা ৪৫ মিনিটে। অভিনয়ে ফজলুর রহমান বাবু, আখম হাসান, শতাব্দী ওয়াদুদ, নাদিয়া, শশী, নিলয়, আরফান আহমেদ, লাবণ্য লিজা। ব্যক্তিগত সমস্যার সরাসরি পরামর্শের অনুষ্ঠান ‘আমি এখন কী করব?’ রাত ১১টা ২৫ মিনিটে। সঞ্চালনায় অভিনেত্রী সারা যাকের, বিশ্লেষণে মনোরোগ বিশেষজ্ঞ ড. মেহতাব খানম।

মাছরাঙা টেলিভিশন : মিউজিক ফিউশন ‘আনপ্লাগড’ রাত ১১টায়। অংশগ্রহণে ডা. শামসুল হক বয়াতী, শাহনাজ বেলী, সুপ্তিকা মন্ডল, শোয়েব ও শুভ।

বৈশাখী টেলিভিশন : ‘সময় কাটুক গানে গানে’ রাত ১১টায়। পরিবেশনায় সেলিম মাহমুদ ও প্রীতম। উপস্থাপনায় রোকেয়া প্রাচী।

জিটিভি :  বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম টেস্ট সকাল ১০টা থেকে সরাসরি। ফারহানা নিশোর উপস্থাপনায় ‘আজকের অনন্যা’ রাত ৮টা ৪০ মিনিটে।  


চ্যানেল নাইন :
 টেলিছবি ‘অফসাইড’ বিকেল ৩টায়। অভিনয়ে চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা। আইপিএল-৮: দিল্লি ডেয়ারডেভিলস বনাম কিংস ইলেভেন পাঞ্জাব বিকেল ৪টা ১৫ মিনিটে সরাসরি। আইপিএল-৮: মুম্বাই ইন্ডিয়ানস বনাম রাজস্থান রয়েলস রাত সাড়ে ৮টায় সরাসরি।


এসএ টিভি :
একক নাটক ‘সামান্তার জন্য অর্কিড’ রাত ৯টায়। অভিনয়ে সজল ও মম।

‘এসএ লাইভ স্টুডিও’ রাত ১১টায় পরিবেশনায় গায়েন ব্যান্ড।

 

প্রদর্শনী

বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস, বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি : কাজী গিয়াসউদ্দিনের একক চিত্রকলা প্রদর্শনী ‘নোটেশন: রিকনস্ট্রাক্টেড’ চলবে ২৬ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা।

বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান ১ : শিল্পী মাহবুবুর রহমানের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘ডাস্ট টু ডাস্ট (২০১০-২০১৫)’ চলবে চলবে ২ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা।  

গ্যালারি জুম, আলিয়ঁস ফ্রঁসেজ, ধানমন্ডি :  লুবনা চার্যর একক চিত্রকর্ম প্রদর্শনী ‘ফায়ারফ্লাই’ চলবে ৬ মে পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা।

দৃক গ্যালারি, ধানমন্ডি :  মোস্কা নাজিব ও নাজেস আফরোজের আলোকচিত্র প্রদর্শনী `কাবুল থেকে কলকাতা: সম্পদ, স্মৃতি ও পরিচয়’ চলবে ৬ মে পর্যন্ত।

গ্যালারি চিত্রক, ধানমন্ডি : সুকুমার পালের একক চিত্রকর্ম প্রদর্শনীর শেষ দিন।

ইএমকে সেন্টার, ধানমণ্ডি : পীযূষ কান্তী সরকারের একক চিত্রপ্রদর্শনী ‘ইনার ওয়ার্ড’ চলবে ৯ মে পর্যন্ত।

কলাকেন্দ্র, ইকবাল রোড, মোহাম্মদপুর : শিল্পী রিপন সাহার একক চিত্রপ্রদর্শনী ‘সেলিব্রেটিং ভায়োলেন্স: অ্যা ক্যালকুলেটেড গেম’ চলবে ২৩ মে পর্যন্ত। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা।

 

বাংলাদেশ সময় : ১১২২ ঘণ্টা, মে ১, ২০১৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।