ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নতুন গিটারশিল্পী নিচ্ছে অবসকিওর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মে ৪, ২০১৫
নতুন গিটারশিল্পী নিচ্ছে অবসকিওর

পরিবর্তন আসছে অবসকিওর ব্যান্ডে। এই দলে নেওয়া হচ্ছে নতুন একজন গিটারশিল্পী।

খবরটি দিয়েছেন ব্যান্ডের প্রধান সাইদ হাসান টিপু। তিনি জানান, পুরনো সদস্য রাজিবের জায়গায় কাজ করবেন নতুন গিটারিস্ট টিপু বলেন, ‘রাজিব আর আমাদের ব্যান্ডে নেই। তার জায়গায় নতুন গিটারিস্ট নিয়ে পরবর্তী অ্যালবামের কাজ সম্পন্ন করবো। এতে বিষয়ভিত্তিক কয়েকটি গান থাকবে। ’

 

জানা গেছে, এটি হবে তাদের দশম অ্যালবাম। তাই এতে গান থাকবে ১০টি। এরই মধ্যে তিনটির কাজ হয়ে গেছে। এগুলো হলো অমিত গোস্বামীর কথায় ‘তিস্তা’ ও ‘দেশ ছাড় রাজাকার’ এবং অমি রহমান পিয়ালের লেখা ‘পিতা’।

 

গত বছর অবসরকিওরের নবম অ্যালবাম ‘অবসকিওর ও বাংলাদেশ’ প্রকাশিত হয়। এতে চারটি বিষয়ভিত্তিক গানের সঙ্গে সুকুমার রায়ের ‘আবোল তাবোল’ ছড়াটিও ছিলো।  

 

অবসকিওরের বর্তমান লাইনআপ : টিপু (কণ্ঠ), রাজু (বেজ), শান্ত (গিটার), রিঙ্কু (ড্রামস) ও শাওন (কি-বোর্ড)।

 

বাংলাদেশ সময় : ১৫৩১ ঘণ্টা, মে ৪, ২০১৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।