ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মা দিবসে নির্ঝরের কথা ও সুরে গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মে ৮, ২০১৫
মা দিবসে নির্ঝরের কথা ও সুরে গান মৈত্রী ইসলাম, এনামুল করিম নির্ঝর ও লিমন

স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝরের কথায় ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ শিরোনামের গানটি এর আগে দারুণ জনপ্রিয়তা পায়। এবার মা দিবসে তারই কথা ও সুরে ১০১ টি সমকালীন গান নিয়ে আসছে এক নতুন অ্যালবাম।

নাম ‘এক নির্ঝরের গান’।

মা দিবস উপলক্ষে ১০ মে এ অ্যালবামের ‘মা ছাড়া প্রথম’ শিরোনামের একটি গান প্রকাশ হতে যাচ্ছে। গানটিতে কন্ঠ দিয়েছেন নতুন শিল্পী মৈত্রী ইসলাম। সঙ্গীতায়োজন করেছেন রেজাউল করিম লিমন। আগামী ১০ মে এবিসি রেডিওতে গানটির প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্পী ও সংশ্লিষ্টরা।

এ অ্যালবামে কন্ঠ দিয়েছেন এন্ড্রু  কিশোর, সুবীর নন্দী, নকীব খান, ফুয়াদ নাসের বাবু, চন্দনা মুজমদার, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, অর্ণব, বাপ্পা, কনা, মিলন মাহমুদ, গাউসুল আলম শাওন, নবনীতা, গৌরব, লিমন, মুন, মাহাদী, শুভ, ও সভ্যতা।

‘মা ছাড়া প্রথম’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও গান বাংলা টেলিভিশনে প্রচার হবে বলে জানা যায়।

নির্ঝর জানান, গানগুলো ভিন্ন স্বাদের। সময় নিয়ে কাজটি করা। আশা করছি, মাকে ঘিরে করা গানসহ সব গানগুলো শ্রোতারা পছন্দ করবেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ৮মে, ২০১৫
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।