ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দেখা দিলেন ঐশ্বরিয়া

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, মে ১৭, ২০১৫
দেখা দিলেন ঐশ্বরিয়া

কান (ফ্রান্স) থেকে: কানের লালগালিচায় হাঁটার একদিন আগেই দেখা দিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। উৎসবের অংশ হিসেবে আয়োজিত ভ্যারাইটি ম্যাগাজিনের 'হিফরশি' শীর্ষক নারী-পুরুষ সমতা শীর্ষক আলোচনায় অংশ নিয়েছেন তিনি।

এখানে পরার জন্য প্রাক্তন এই বিশ্বসুন্দরী বেছে নেন সব্যসাচী মুখার্জির ডিজাইন করা শাড়ি। ঠোঁট রাঙানো ছিলো গাঢ় লাল লিপস্টিকে।


এ অনুষ্ঠানে মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েকের সঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছেন অ্যাশ। আলোচনায় আরও ছিলেন প্রতিযোগিতার বিভাগের ছবি 'ক্যারল'-এর প্রযোজক ক্রিস্টিন ভ্যাশন ও এলিজাবেথ কার্লসেন। এখানে সভাপতিত্ব করেন ভ্যারাইটির প্রধান সম্পাদক ক্লডিয়া এলার।

লরিয়াল প্যারিসের পণ্যদূত হিসেবে গত ১৫ মে কানে এসেছেন ঐশ্বরিয়া। এবার তিনি নিয়ে এসেছেন কন্যা আরাধ্যকে। এ নিয়ে চতুর্দশবারের মতো লালগালিচায় দেখা যাবে তাকে। আগামী ১৭ ও ২০ মে পা মাড়াবেন তিনি। মাঝে ১৯ মে নিজের প্রত্যাবর্তনের ছবি 'জাজবা'র ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে অংশ নেবেন বচ্চন বধূ। আর আগামী ২১ মে তিনি থাকবেন এইডস তহবিল সংগ্রহের লক্ষ্যে আমফারের জাঁকালো অনুষ্ঠানে। এখানে তাকে সঙ্গ দেবেন স্বামী অভিষেক বচ্চন।

(বাংলানিউজে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব খবর প্রকাশিত হচ্ছে www.rabbitholebd.com এর সৌজন্যে। )

ফ্রান্স সময় : ২০৫৬ ঘণ্টা, মে ১৬, ২০১৫
জেএইচ

** পাঁচ ঘণ্টায় তিন রকম সোনম
** কানের লালগালিচায় ‘পরবাসিনী’র নায়িকা
** জনারণ্যে জমজমাট সব
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** হঠাৎ ডায়েন ক্রুজারের বিকিনি!
** ম্যাকোনাহে ও নাওমি ওয়াটসের সঙ্গে কিছুক্ষণ
** শর্টস আর স্কার্টের ভিড়ে তারা দু'জন
** কানে শোনা, কানে দেখা
** কান পেতে রই
** সব আকর্ষণ কানজুড়ে
** এলেন উডি অ্যালেন!
** বন্ডকন্যা ও বন্ডের অর্ধাঙ্গিনীর সামনে
** কানে সামনের সারিতে নারীরা
** মেক্সিকান রূপের রানীর গল্প
** বাংলাদেশ ভালো খেলছে শুনেছি : শার্লিজ থেরন
** কান উৎসবের পর্দা উঠলো
** কানের লালগালিচায় ক্যাটরিনা
** কান নিয়ে কানাকানি!
** ষাট বছরে স্বর্ণপাম
** কান উৎসবের খুঁটিনাটি
** কানে চোখ রাখুন
** প্যারিসে এক টুকরো কান
** রোড টু কান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।