ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অনুরোধের ঢেঁকি, টিকেট প্লিজ...

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, মে ১৭, ২০১৫
অনুরোধের ঢেঁকি, টিকেট প্লিজ... ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কান (ফ্রান্স) থেকে: প্যালেস দ্য ফেস্টিভ্যাল ভবনের একপাশে ক্যাসিনো। সেদিক থেকে যেতে যেতে রোজ সকালে চোখে পড়ে বিভিন্ন বয়সী মানুষ কাগজ কিংবা প্ল্যাকার্ড নিয়ে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে।

সেসবে লেখা 'টিকেট প্লিজ' অথবা 'ইনভাইটেশন প্লিজ'। আজ শনিবার (১৬ মে) উৎসবের পঞ্চম দিনেও একই চিত্র। তবে প্রথম দিনের তুলনায় সংখ্যাটা দিনে দিনে বাড়ছে।

কেউ কেউ একটু বেশি মনোযোগ আকর্ষণের জন্য প্লাকার্ড আর কাগজ অনুরোধের কথা উল্লেখের পাশাপাশি কার্টুন চরিত্র এঁকে রঙচঙে করেছেন। টাক্সেডো পরা এক তরুণ এগিয়ে এসে ফরাসি ভাষায় বললেন, 'বো-জো। ' তার কথাটাই পুনরাবৃত্তি করলাম। এখানে দিনের প্রথম ভাগে শুভেচ্ছা বিনিময়ের প্রথম কথাই এটা। তিনি জানতে চাইলেন, 'ক্যারল'-এর টিকিট আছে কি-না। তাকে হতাশাজনক উত্তর দিতেই হলো।

আরেক তরুণী সাদা কাগজে 'টিকিট প্লিজ' লিখে একা দাঁড়িয়ে আছে দেখে অনুরোধ করলাম- ছবি তুলতে পারি? মেয়েটি হাসিমুখেই মাথা নেড়ে অনুমতি দিলো। তার অনুরোধ রাখবো ভেবেই হয়তো অনুরোধের ঢেঁকি হাতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছে সে। এমনিতে কিন্তু টিকিট চেয়ে অনুরোধের কাগজ হাতে বেশিরভাগ দর্শকই ক্যামেরার সামনে দাঁড়াতে চান না।

সংবাদকর্মীদের জন্য বরাদ্দ প্রেস রুম থেকে নিচে চারপাশে তাকালে অনেক কিছুই চোখে পড়ে। তার মধ্যে টিকিট প্রত্যাশীদের অনুরোধই দেখি বেশি। কারণ প্রেস রুমের ঠিক নিচ দিয়েই মূল ভবনের ঢোকার প্রবেশদ্বার। তাই টিকিটের অনুরোধের ঢেঁকি হাতে এখানেই জটলা থাকে। কারণ টিকেট আছে এমন ব্যক্তিদের তাড়া থাকলে কিংবা কাজ পড়ে গেলে তারা দিয়ে চলে যান। সেই আশায় বুক বেঁধে চাতক পাখির মতো রাস্তার মাঝখানের লেনেও কেউ কেউ দাঁড়ায়। একটি টিকেটের প্রত্যাশায় সকাল, দুপুর পেরিয়ে সন্ধ্যাও গড়িয়ে যায়। তবু আশা ছাড়ে না তারা। আবার অনেকক্ষণ দাঁড়িয়ে ক্লান্ত হয়ে পড়লে বসে পড়েন অনেকে। তবে হাত কিন্তু উঁচুই থাকে! তা না হলে লোকে দেখবে কি করে অনুরোধ!

গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রতিদিন সকাল, দুপুর, সন্ধ্যা ও রাতে প্রতিযোগিতা, প্রতিযোগিতার বাইরের কিংবা বিশেষভাবে আমন্ত্রিত ছবির প্রদর্শনী হচ্ছে। এই প্রেক্ষাগৃহে ঢুকে ছবি দেখতে চায় সবাই। এদের বেশিরভাগই সাধারণ দর্শক হলেও কান উৎসবের ৬৮তম আসরের অ্যাক্রেডিটেশন পেয়েছেন এমন কয়েকজনকেও দেখা গেলো অনুরোধ নিয়ে দাঁড়িয়ে থাকতে। কেউ কেউ উচ্চারণ করেও বলে যান- 'টিকেট প্লিজ!'


(বাংলানিউজে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব খবর প্রকাশিত হচ্ছে www.rabbitholebd.com এর সৌজন্যে। )

ফ্রান্স সময় : ২৩২৩ ঘণ্টা, মে ১৭, ২০১৫
জেএইচ

** সোনম যখন নীল পরী!
** রূপে-গুণে অনন্যা কেট ব্ল্যানচেট
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** পাঁচ ঘণ্টায় তিন রকম সোনম
** কানের লালগালিচায় ‘পরবাসিনী’র নায়িকা
** জনারণ্যে জমজমাট সব
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** হঠাৎ ডায়েন ক্রুজারের বিকিনি!
** ম্যাকোনাহে ও নাওমি ওয়াটসের সঙ্গে কিছুক্ষণ
** শর্টস আর স্কার্টের ভিড়ে তারা দু'জন
** কানে শোনা, কানে দেখা
** কান পেতে রই
** সব আকর্ষণ কানজুড়ে
** এলেন উডি অ্যালেন!
** বন্ডকন্যা ও বন্ডের অর্ধাঙ্গিনীর সামনে
** কানে সামনের সারিতে নারীরা
** মেক্সিকান রূপের রানীর গল্প
** বাংলাদেশ ভালো খেলছে শুনেছি : শার্লিজ থেরন
** কান উৎসবের পর্দা উঠলো
** কানের লালগালিচায় ক্যাটরিনা
** কান নিয়ে কানাকানি!
** ষাট বছরে স্বর্ণপাম
** কান উৎসবের খুঁটিনাটি
** কানে চোখ রাখুন
** প্যারিসে এক টুকরো কান
** রোড টু কান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।