ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ছোট পর্দায় নজরুলজয়ন্তী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মে ২৫, ২০১৫
ছোট পর্দায় নজরুলজয়ন্তী ফজলুর রহমান বাবু ও চম্পা অভিনীত নাটক ‘রাক্ষুসী’

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী আজ। এ উপলক্ষে দেশের বিভিন্ন চ্যানেলে প্রচার হবে দিনব্যাপী অনুষ্ঠানমালা।

সেগুলো থেকে বাছাইকৃত কিছু অনুষ্ঠান নিয়ে তৈরি করা হয়েছে এই আয়োজন:

ফজলুর রহমান বাবু ও চম্পা অভিনীত নাটক ‘রাক্ষুসী’ নাটকটি আরটিভিতে দেখানো হবে সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।
inner_1
ফেরদৌস আরার একক সংগীতানুষ্ঠান ‘গগনে গহন সন্ধ্যাতারা’ প্রচারিত হবে চ্যানেল আইতে রাত সাড়ে ১১টায়।
ineer_
বিশেষ নাটক ‘তোমার পথের ধূলিতে’-এর দৃশ্যে সুবর্ণা মুস্তাফা ও সোহানা সাবা। দেখানো হবে এনটিভিতে রাত নয়টায়। পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল।
Inner3
‘খুঁজি তারে আমি আপনায়’ অনুষ্ঠানে নজরুলের গান শোনাবেন ফাহমিদা নবী । বিকেল পাঁচটা ২০ মিনিটে বাংলাভিশনে অনুষ্ঠানটি শুরু হবে।
Inner_4
সুবর্ণ কাজীর উপস্থাপনায় রাত ১১টায় এসএটিভিতে প্রচারিত হবে ‘চলচ্চিত্রে নজরুল’ অনুষ্ঠানটি।  
toukir_44
‘শিল্পী’ নাটকের দৃশ্যে তৌকীর আহমেদ। দেখানো হবে বৈশাখী টিভিতে রাত আটটায়। রচনা ও পরিচালনা করেছেন গোবিন্দ রায়।
inner_5
ভাবনা অভিনয় করেছেন নজরুলের নাটক ‘শিউলিমালায়’। সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে মাছরাঙা টিভিতে দেখানো হবে এটি। পরিচালনা করেছেন রেহমান খলিল।
inner_6
রুকসানা কবীর কাকলীর উপস্থাপনায় রাত ১০টা ৫৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে নজরুলসংগীতের অনুষ্ঠান ‘মনে পড়ে আজ’।
inner_7
নজরুলের জীবন নিয়ে তথ্যচিত্র ‘বিদ্রোহীর জীবনালেখ্য’। বিশ্লেষক: ডক্টর রফিকুল ইসলাম, খিলখিল কাজী, নজরুল সংগীত শিল্পী খালিদ হাসান। উপস্থাপনা করেছেন ফারহানা লিটা ও প্রযোজনায় খন্দকার শাহাদাত হোসেন। ১০টা ৩০ মিনিটে এসএটিভিতে প্রচার হবে।

কাজী নজরুল ইসলামকে ঘিরে তথ্যচিত্র ‘দি রেবেল পয়েন্ট’। পরিচালনায় অঞ্জন দাশ। বিকাল ৫টা ২০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মে ২৫, ২০১৫
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।