ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অ্যালবামসহ ২৮ মে বুয়েটে অর্ণবের কনসার্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মে ২৬, ২০১৫
অ্যালবামসহ ২৮ মে বুয়েটে অর্ণবের কনসার্ট অর্ণব / ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিজের অ্যালবাম নিজে বিক্রি করবেন সঙ্গীতশিল্পী অর্ণব। তাই ২৮ মে বুয়েটে অনুষ্ঠিত এক কনসার্টে তিনি তার নতুন অ্যালবাম ‘খুব ডুব’ এর মোড়ক উন্মোচন করবেন।

১০টি গান দিয়ে সাজানো হয়েছে ‘খুব ডুব’।

অ্যালবামটি প্রকাশ পাওয়ার পরদিন থেকে ২ জুন পর্যন্ত আড়ং, পাঠক সমাবেশ, যাত্রাসহ ঢাকার বেশ কিছু জায়গায় পর্যায়ক্রমে সরাসরি এই অ্যালবামটি বিক্রি করবেন অর্ণব। অ্যালবাম বিক্রি থেকে পাওয়া অর্থের প্রায় অর্ধেকই বান্দরবানে অবস্থিত একটি স্কুল মেরামতের জন্য দান করবেন তিনি। স্কুলটি বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।

অর্ণব বাংলানিউজকে বলেন, ‘যাঁরা আমার গান পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, তাঁরা আমার হাত থেকে অটোগ্রাফসহ অ্যালবামের কপি সংগ্রহ করতে পারবেন। শ্রোতাদের কারণেই আমি আজ অর্ণব। তাই তাঁদের কাছে সরাসরি অ্যালবামের কপি বিক্রি করব। ’

এদিকে ৩ জুন ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ নিয়ে ভারতে রওনা হবেন অর্ণব। সেখানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালবাসীর সাহায্যার্থে এক চ্যারিটি শোতে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।