ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শুরু হলো ‘সম্রাট’-এর যাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জুন ১, ২০১৫
শুরু হলো ‘সম্রাট’-এর যাত্রা

এফডিসির তিন নম্বর ফ্লোর থেকে ভেসে আসছে ‘সম্রাট’ ছবির শিরোনাম-গান। আজ সোমবার (১ জুন) দুপুরে এর দৃশ্যায়ন শুরু হলো মহরতের মধ্য দিয়ে।

এটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে আজ অভিনয় করছেন শাকিব খান ও অপু বিশ্বাস।

২ জুনও ‘সম্রাট’ গানটির দৃশ্যায়ন হবে। এর কথা লিখেছেন জনি হক, সুর ও সংগীতায়োজনে কলকাতার ডাব্বু ঘোষ। আর কণ্ঠ দিয়েছেন ওপারের শিল্পী শত্রুজিৎ। এতে শাকিব-অপুর সঙ্গে ঈগলস ড্যান্স গ্রুপের বেশ কয়েকজন নৃত্যশিল্পীকে দেখা যাবে।

অপরাধ জগতের কাহিনী নিয়ে নির্মাণাধীন ‘সম্রাট’-এর ট্যাগলাইন ‘দ্য কিং ইজ হিয়ার’। ছবিটিতে আরও আছেন ভারতের ইন্দ্রনীল সেনগুপ্ত, সুব্রত, মিশা সওদাগর, কাবিলা, শিমুল খান, এবি রোকন, ডিজে সোহেল প্রমুখ।

‘সম্রাট’ প্রযোজনা করছে টাইগার মিডিয়া। সহ-প্রযোজক হিসেবে আছে অর্কি প্রোডাকশন ও সিনেমাওয়ালা। ছবিটির চিত্রগ্রহণ করছেন চন্দন রায় চৌধুরী, শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ। অ্যাকশন দৃশ্য পরিচালনায় এডওয়ার্ড গোমেজ, নৃত্য পরিচালনায় মাসুম বাবুল, শিবরাম শর্মা ও তানজিল।

মহরতের পর রাজ জানালেন, ‘আমার ছবিটির সঙ্গে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে নিলয় হিরো। এ ছাড়া সহ-পৃষ্ঠপোষকতা করছে ভিশন টিভি, বেঙ্গল প্লাস্টিক ও আপএনটপ টেইলার্স। আমার ছবির প্রতি সহযোগিতার জন্য তাদেরকে ধন্যবাদ। দর্শকদের নতুন কিছু উপহার দেওয়া চেষ্টা করছি। ’

বাংলাদেশ সময় : ১৭৪৯ ঘণ্টা, জুন ১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।