ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সারা সন্ধ্যা পড়া হবে নির্মাতার কবিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
সারা সন্ধ্যা পড়া হবে নির্মাতার কবিতা তানভীর মোকাম্মেল

চলচ্চিত্র পরিচালক হিসেবেই তানভীর মোকাম্মেলের পরিচয়। ‘স্মৃতি একাত্তর’, ‘চিত্রা নদীর পাড়ে’, ‘লালসালু’, ‘দুখাই’, ‘লালন’, ‘রাবেয়া’সহ প্রশংশিত বেশকিছু চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি।

পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তানভীর মোকাম্মেল বই-ও লিখেছেন। লেখেন কবিতাও।

এসব কবিতা নিয়ে আয়োজন করা হয়েছে কবিতাসন্ধ্যার। আসরে গোটা সন্ধ্যা তার কবিতাগুলো পাঠ করা হবে। থাকবে চলচ্চিত্র ও কবিতার আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনাও।

তানভীর মোকাম্মেলের লেখা স্বদেশ-ভাবনা, মুক্তিযুদ্ধ ও দেশভাগ- এ বিষয়ক কবিতাগুলোই থাকবে আসরে। আগামী ১ আগস্ট বিকেল ৫টায় কলাবাগানের বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করেছে কবিদের সংগঠন প্লাটফর্ম।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘন্টা, জুলাই ২৮, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।