ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে বর্ষার গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে বর্ষার গান রেজওয়ানা চৌধুরী বন্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান নিয়ে একক অ্যালবাম সাজালেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। নাম ‘বাদল ধারার ঝর ঝরে’।

এর মোড়ক বানানো হয়েছে পাতার আদলে।

এতে গান রয়েছে ১০টি। এগুলোর রেকর্ডিং হয়েছে কলকাতায়। সংগীতায়োজন করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। গানগুলো হলো- কদম্বেরই কানন ঘেরি, বজ্রমানিক দিয়ে গাঁথা, আমার নিশীথরাতের বাদল ধারা, অনেক কথা বলেছিলাম, ধরনীর গগনের মিলনের ছন্দে, কোথা যে উধাও হল, হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু, পুব-হাওয়াতে দেয় দোলা, নূপুর বেজে যায় রিনিরিনি, আমি শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতি।  

বন্যার অ্যালবামের পাশাপাশি কবিগুরুর প্রয়াণ দিবসে ইমপ্রেস অডিও ভিশন বাজারে এনেছে রবীন্দ্রসংগীত শিল্পী মেরিনা শওকত আলীর কণ্ঠে ‘অবাক হয়ে শুনি কেবল শুনি’। এতে গান রয়েছে ৯টি। এগুলো হলো- আনন্দলোকে মঙ্গলালোকে, সকাতওে ঐ কাঁদিছে সকলে, সখী, ভাবনা কাহারে বলে, যখন পড়বে না মোর, পুরানো সেই দিনের কথা, তুমি কেমন করে গান করো, তুমি রবে নীরবে, যদি তোর ডাক শুনে, ভরা থাক্ স্মৃতিসুধায়। সংগীতায়োজন করেছেন মীর মাসুম।

বাংলাদেশ সময় : ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।