ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নতুন করে চলচ্চিত্র সেন্সর বোর্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
নতুন করে চলচ্চিত্র সেন্সর বোর্ড

পুনর্গঠন করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। জানা গেছে, মরতুজা আহমেদ (তথ্য সচিব) চেয়ারম্যান ও মোঃ জাকির হোসেন ভাইস চেয়ারম্যান হিসেবে থাকছেন এ বোর্ডে।



সদস্য হিসেবে রয়েছেন নাসিরুদ্দিন দিলু (চলচ্চিত্র প্রযোজক পরিবেশক), মুশফিকুর রহমান গুলজার (মহাসচিব, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি), শাহ আলম কিরণ (চলচ্চিত্র পরিচালক), আবদুল জব্বার (কণ্ঠশিল্পী), ইফতেখার উদ্দিন নওশাদ (চলচ্চিত্র প্রদর্শক), আলতাফ মাহমুদ (সাংবাদিক), আবদুর রহমান (সাংবাদিক), রোকেয়া রফিক বেবী (অভিনয়শিল্পী) ও আসলাম সানী (ছড়াকার)।

অন্যান্য সদস্যরা হলেন- এসএম হারুন-উর-রশীদ (অতিরিক্ত তথ্য সচিব, চলচ্চিত্র উন্নয়ন), আবু সালেহ শেখ মো. জহিরুল হক (সচিব, আইন মন্ত্রণালয়), আবু হেনা মোঃ আবদুল মুনিম (অতিরিক্ত সচিব, রাজনৈতিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়), ড. মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন (প্রধান নির্বাহী, চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট)।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।