ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জীবনানন্দর উপন্যাস নিয়ে নাটকে জয় গোস্বামী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
জীবনানন্দর উপন্যাস নিয়ে নাটকে জয় গোস্বামী (বাঁ থেকে) জীবনানন্দ দাশ ও জয় গোস্বামী

প্রথমবার বাংলা নাটকে অভিনয় করছেন কবি জয় গোস্বামী। নাটকটিতে তিনি নিজের চরিত্রেই থাকবেন।

‘কারুবাসনা’ এটির নাম। নির্দেশনা দিচ্ছেন অর্পিতা ঘোষ। জীবনানন্দ দাশের লেখা উপন্যাস অবলম্বনেই লেখা হয়েছে এর চিত্রনাট্য।

অর্পিতা বলছেন, ‘কারুবাসনা শিল্পীদের কথা বলে। শিল্পের কথা বলে। জয়দা যে চরিত্রটা করছেন, সেটা এমন একজন শিল্পীর, যিনি বিভিন্ন জায়গায় অপদস্ত হন, কিন্তু তার কারুবাসনাটা মরে না। ’

কলকাতার একাডেমি অব ফাইন আর্টস মিলনায়তনে আগামী ২২ আগস্ট নাটকটির প্রথম মঞ্চায়ন হবে। তবে এটি শুধু জয় গোস্বামীর প্রথম নয়। আরও অনেকগুলো ‘প্রথম’ জড়িয়ে আছে ‘কারুবাসনা’র সঙ্গে। অর্পিতা জানিয়েছেন, এই প্রথমবার বাংলা নাটকে সিনোগ্রাফি কারা হচ্ছে। পারফরমেন্স এনভায়রনমেন্ট আনতে আলো, আবহ, সংগীত, ‘স্ট্রাকচার অ্যান্ড স্পেসে’র সংমিশ্রণ করেছেন দেবেশ চট্টোপাধ্যায়। এর মাধ্যমে প্রথমবারের মতো থিয়েটারের জন্য সংগীত তৈরি করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
কেবিএন/জেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।