ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রিচি-প্রভা-অর্ষাকে নিয়ে ‘রেইনবো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
রিচি-প্রভা-অর্ষাকে নিয়ে ‘রেইনবো’ (বাঁ থেকে) রিচি সোলায়মান, সাদিয়া জাহান প্রভা ও নাজিয়া হক অর্ষা

তারা তিনজন- রিচি সোলায়মান, সাদিয়া জাহান প্রভা ও নাজিয়া হক অর্ষা। বহু প্রতিকূলতা, বঞ্চনা-প্রতারণার অধ্যায় ডিঙিয়ে বর্তমানে যে অবস্থানে এসে পৌঁছেছেন, সেখানে পুরুষের প্রয়োজন নেই।

পুরুষের বলয় থেকে বেরিয়ে তারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ, স্বাধীন। এ তিনজনকে এভাবেই দেখা যাবে একটি টেলিছবিতে।

নাম ‘রেইনবো’। ক’মাস আগেও রেইনবোর সংজ্ঞা হিসেবে ‘বায়ুমন্ডলে অবস্থিত জলকণায় সুর্যালোকের প্রতিফলন এবং প্রতিসরণের ফলে সৃষ্ট আলোর রেখা’টাই নির্দিষ্ট ছিলো। কিন্তু এখন তো সেটা নেই-ই, চারপাশে অনেকটা ছড়িয়েছে। ব্যাপারটাকে এখন অনেকে এমনভাবে দেখেন যে, লোকসম্মুখে শব্দটাই বলতে লজ্জা পান। টেলিছবিটির নির্মাতা মাহমুদ দিদারকে প্রশ্ন করতেই হয়, কোনোভাবে সমকামিতা কি আপনার গল্পের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে?

তিনজন একা নারী, গল্পের নাম ‘রেইনবো’ এবং তাদের কোনো নায়ক নেই; এর অর্থ সমকামিতা ছাড়াও যে অন্যকিছু হতে পারে, মাহমুদ দিদার সেটার ঈঙ্গিত দিয়ে বললেন, ‘নারীর স্বাধীনতা, আত্মনির্ভরশীলতা এবং পুরুষের আধিপত্য স্বীকার না করা- এসবের দিকেই দৃষ্টি দিয়েছি গল্পে। ’

আগামী ২০ আগস্ট থেকে টেলিছবিটির দৃশ্যধারণ শুরু হবে। বাংলাভিশনে এবারের কোরবানির ঈদে প্রচারের জন্য তৈরি হচ্ছে এটি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।