ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দীপিকাই ‘ক্যালেন্ডার গার্লস’ ছবির অনুপ্রেরণা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
দীপিকাই ‘ক্যালেন্ডার গার্লস’ ছবির অনুপ্রেরণা! দীপিকা পাড়ুকোন

মধুর ভান্ডারকরের ‘ক্যালেন্ডার গার্লস’-এর ট্রেলার উন্মুক্ত হয়েছে ইউটিউবে। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই পরিচালক জানিয়েছেন, দীপিকা পাড়ুকোন আর শিল্পপতি বিজয় মাল্যই তার এ ছবি নির্মাণের অনুপ্রেরণা।

একসময় পঞ্জিকা কন্যা ছিলেন দীপিকা। আর বিজয় প্রতি বছর নতুন নতুন ক্যালেন্ডার প্রকাশ করে থাকেন।

ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে ৪৬ বছর বয়সী মধুর বলেছেন, ‘আমার এ ছবির অনুপ্রেরণা অনেকে। তাদের মধ্যে দীপিকা ও বিজয় মাল্য অন্যতম। বিজয়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক। তাকে জানিয়েই ছবিটি তৈরির পরিকল্পনা সাজিয়েছি। তার বানানো ক্যালেন্ডারে জায়গা পাওয়ার মেয়েরা কোন জায়গায় গিয়ে পৌঁছায় তা খেয়াল করতাম। ’

ছবিটির গল্প ক্যালেন্ডার কন্যা হওয়ার পর জনপ্রিয়তা পাওয়া মডেলদের ঘিরে। এর ৭৫ ভাগই সত্যি ঘটনা অবলম্বনে। বাকি ২৫ ভাগ পরিচালকের কল্পনা। ক্যালেন্ডার কন্যাদের জীবনে ঠিক কি ঘটে সেটাই দেখানো হয়েছে এতে।  

শোনা যাচ্ছে, ‘ক্যালেন্ডার গার্লস’-এর মূল বিষয় নাকি আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ম্যাচের আফটার পার্টিতে বুকিদের মডেল-টোপ। এতে নাকি তুলে ধরা হয়েছে ভারতীয় ক্রিকেটের একটি বিতর্কিত অধ্যায়। বুকিরা কীভাবে সুন্দরী মডেল এবং অভিনেত্রীদের ব্যবহার করেন ক্রিকেটারদের গড়াপেটায় প্রলুব্ধ করতে, তা-ই দেখা যাবে ছবিটিতে। আইপিএল-এর খেলার শেষের পার্টিতেই নাকি গড়াপেটার সব চাল হয়। বুকিরা তাদের জালে ফাঁসাতে ক্রিকেটারদের দিকে এগিয়ে দেন সুন্দরীদের। এমনই এক আকর্ষণীয় মেয়ের সঙ্গে সময় কাটাতে বেশ কয়েকজন ক্রিকেটারই নিজের ম্যাচ হেরে যেতে চাইতো!

‘ক্যালেন্ডার গার্লস’ মুক্তি পাবে আগামী ২৫ সেপ্টেম্বর। এতে অভিনয় করেছেন আকানশা পুরি, আভনি মোদি, শতরূপা পাইন ও রুহি সিং।

মধুর এর আগে ‘কর্পোরেট’, ‘ফ্যাশন’, ‘হিরোইন’, ‘ট্রাফিক সিগন্যাল’ এবং ‘পেজ থ্রি’ ছবিগুলো পরিচালনা করে প্রশংসিত হন।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।