ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মিরপুর বস্তিতে তৌকীর-বাঁধন-মিশু-শায়লা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
মিরপুর বস্তিতে তৌকীর-বাঁধন-মিশু-শায়লা তৌকীর আহমেদ, বাঁধন, মিশু সাব্বির ও শায়লা সাবি

নাটকের নাম ‘কাল্পনিক যাত্রা’। মিরপুর চ ব্লকের একটি বস্তিতে এর কাজ করলেন তৌকীর আহমেদ, বাঁধন, মিশু সাব্বির ও শায়লা সাবি।

এর দৃশ্যায়ন শুরু হয়েছে গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে। আরও একদিন কাজ হবে। গল্পে তৌকীরকে চোর আর মিশুকে দেখা যাবে মুচির ভূমিকায়। তাদের জীবনের সুখদুঃখ সমান্তরালভাবে দেখানো হচ্ছে এতে।

গল্পে দেখা যাবে, রতন (মিশু সাব্বির) মুচি তার স্ত্রী তুলসি (শায়লা সাবি)। অন্যদিকে রমিজ (তৌকীর আহমেদ) চোর হলেও তার স্ত্রী রমলা (বাঁধন)  তা জানে না। মেয়েটি আট মাসের অন্তঃসত্ত্বা। রমিজ মসজিদ থেকে স্যান্ডেল চুরি করে সেগুলো বিক্রি করে। এদিকে তুলসিকে অনেক কষ্টে রতনের কিনে দেওয়া জুতা রমিজ চুরি করে রমলাকে দেয়। রতন একদিন দেখে ফেলে তার স্ত্রীর জন্য কেনা জুতো রমলার পায়ে। একসময় রমলা সেই জুতোয় পা পিছলে পড়ায় তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।

মিশু সাব্বির জানান, চরিত্রের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। সাজগোজ থেকে শুরু করে পোশাক, আচরণ- সবকিছু নিয়ে সচেতন থেকেছি। বলতে পারেন আমি মুচিই হয়ে গেছি!’

আসছে ঈদে একটি চ্যানেলে প্রচার হবে নাটকটি। রচনা ও পরিচালনায় সাইমুর রাহমান সোহান।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এমএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।