ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

একজন ক্ষুধার্ত যুবকের গল্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
একজন ক্ষুধার্ত যুবকের গল্প ‘ক্ষুধা’ নাটকের দৃশ্যে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই

যুবকটি গ্রাম থেকে শহরে এসেছে। আশা ছিলো, যে করেই হোক চাকরি একটা জুটিয়ে ফেলবে।

কিন্তু আশার সঙ্গে বাস্তবের যে অনেকখানি ফারাক, সেটা বুঝে উঠতে লেগে যায় কয়েকদিন। এ ক’দিনে পকেটের টাকাও শেষ। চাকরি মেলে না। শুরু হয় না খেয়ে থাকার অধ্যায়।

চাকরি নয়, খাদ্য খোঁজা-ই তখন তার একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। এ ক্ষুধার্ত যুবক, শহরে চাকরি খুঁজতে আসা যুবক, ক্ষুধার যন্ত্রণায় পাগলপ্রায় যুবকের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। নাটকের নামও ‘ক্ষুধা’।

লিখেছেন ও পরিচালনা করেছেন আলমগীর রুমান। গল্পে মোশাররফের দিকে নির্ভরতার হাত এগিয়ে দিতে চান যিনি, তিনি রোবেনা রেজা জুঁই। বাস্তবেও মোশাররফের অর্ধাঙ্গিনী। আরও অভিনয় করেছেন কচি খন্দকার। আলমগীর রুমানের নির্মিত প্রথম নাটক এটি।

প্রচার হবে মাছরাঙা টিভিতে, ২১ আগস্ট রাত ৭টা ৪০ মিনিটে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।