ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঈদের পর ‘রানআউট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
ঈদের পর ‘রানআউট’ ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’ কোরবানি ঈদের পরই মুক্তি পাবে। এরই মধ্যে ছবিটির পরিবেশনা সংস্থা হিসেবে যুক্ত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান দি অভি কথাচিত্র।

কমপক্ষে ১০০ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার লক্ষ্য তাদের।

গত ২১ আগস্ট সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তিস্বাক্ষর হয়। এতে স্বাক্ষর করেন দি অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি ও নিউজেন এন্টারটেইনমেন্টের কর্ণধার সাদাত মাহমুদ তানভীর।

ছবিটিতে অভিনয় করেছেন সজল, ওমর সানি, মৌসুমী নাগ, রোমানা স্বর্ণা, তানভীর হাসান প্রবাল, আহমেদ শরীফ, তারিক আনাম খান। এ ছাড়া একটি বিশেষ চরিত্রে অংশ নিয়েছেন নায়লা নাঈম।

পরিচালকের নিজের গল্পে ‘রানআউট’-এর চিত্রনাট্য সাজিয়েছেন রফিকুল ইসলাম পল্টু। সংগীত পরিচালনায় ভাইকিংস ব্যান্ড।

বাংলাদেশ সময় : ১৩০২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।