ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রুবেলের ফেরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
রুবেলের ফেরা রুবেল

দেশীয় চলচ্চিত্রে মার্শাল আর্ট তারকা মানেই ছিলেন রুবেল। একসময় তার ছবি চলতো রমরমিয়ে।

পরিচালক হিসেবেও সফল হয়েছেন তিনি। মাঝে কয়েক বছরের বিরতি দিয়ে আবার পরিচালনায় ফিরলেন জনপ্রিয় এই অভিনেতা-নির্মাতা। একসঙ্গে দুটি ছবি বানানোর ঘোষণা দিয়েছেন তিনি।

মাসুম পারভেজ রুবেল পরিচালিত ছবি দুটির নাম ‘ডিজিটাল নায়ক’ এবং ‘নন্দিনী’। গতকাল সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে এগুলোর মহরত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় আর আমন্ত্রিত অতিথি ছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ প্রমুখ।

ড্রিম আনলিমিটেড পরিবেশিত ও মোঃ একরামুল হক ভূঁইয়া প্রযোজিত ‘ডিজিটাল নায়ক’ ছবিতে রুবেলের সঙ্গে অভিনয় করবেন জায়েদ খান। সঙ্গে থাকছেন নবাগতা দুই নায়িকা। এর বিষয়বস্তু তথ্য ও প্রযুক্তি। ছবিটির কাজ শেষ হলেই ‘নন্দিনী’কে নিয়ে এগোবেন রুবেল।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এমএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।