ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চিন্তা দূর, এবার মঞ্চে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৫
চিন্তা দূর, এবার মঞ্চে আলী যাকের

‘দেওয়ান গাজী’ হয়ে আলী যাকের মঞ্চে ফিরছেন। মাঝে অনেকদিন কোনো চরিত্র নিয়ে মঞ্চে ওঠেননি তিনি।

তাই ‘দেওয়ান গাজীর কিসসা’ করতে গিয়ে, আলী যাকেরকে নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন সহ-অভিনেতারা। এমনকি তার বন্ধুরাও!

এ নাটকে আলী যাকেরকে দুই ঘণ্টার ওপর মঞ্চে থাকতে হবে। চরিত্রে ডুবে থাকতে হবে। বিরতি থেকে ফিরেই তিনি এতো বড় চাপ নিতে পারবেন কিনা! তা-ও এ বয়সে! সেটা নিয়ে চিন্তায় ছিলেন অন্যান্যরা।

কিন্তু ৩ সেপ্টেম্বর রাতে সে উদ্বেগ কাটানো গেলো। নাটকটির টেকনিক্যাল মহড়া হলো গতরাতে। কোনো বিরতি ছাড়াই, খুব ভালোভাবে মহড়া শেষ করতে পেরেছেন আলী যাকের। বলছেন, ‘নাটকটির জন্য আমাকে একটানা পুরো নাটকের দুই ঘণ্টা দশ মিনিট মঞ্চে থাকতে হবে। খুব স্বাভাবিকভাবেই সেটা একটা উদ্বেগের বিষয় ছিলো। গতরাতে বিরতি ছাড়াই সংগীত ও আলো সহযোগে মহড়া শেষ করলাম। ’

আজ থেকে শিল্পকলা একাডেমীতে শুরু হচ্ছে গঙ্গা-যমুনা উৎসব। এ উৎসবে ১১ সেপ্টেম্বর নাগরিক নাট্য সম্প্রদায় মঞ্চে উঠবে ‘দেওয়ান গাজীর কিসসা’ নিয়ে। এতে অভিনয় করবেন আলী যাকের। বের্টোল্ট ব্রেশটের কাহিনী নিয়ে নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আসাদুজ্জামান নূর।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৫
কেবিএন


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।