ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পঞ্চকবির গান নিয়ে চট্টগ্রামে ঋদ্ধি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
পঞ্চকবির গান নিয়ে চট্টগ্রামে ঋদ্ধি

চট্টগ্রামের সঙ্গীতচর্চা সংগঠন রক্তকরবী আয়োজন করছে পঞ্চকবির গানের অনুষ্ঠান। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে হবে এটি।

অনুষ্ঠানে পঞ্চকবির গান শোনাবেন ভারতের ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।

বাংলা সঙ্গীতের পঞ্চভাষ্কর খ্যাত রবীন্দ্রনাথ, নজরুল, রজনীকান্ত, ডি.এল. রায় ও অতুলপ্রসাদের গান নিয়ে সাজানো এই আয়োজনে আরও থাকবে রক্তকরবীর পরিবেশনা ও উদয় শংকর দাশের কণ্ঠে পাঠ।

এ আয়োজনে অতিথি হিসেবে থাকবেন রামেন্দু মজুমদার, চট্টগ্রাম ভারতীয় দূতাবাসের সহকারি হাইকমিশনার সোমনাথ হালদার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মুস্তাফা।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।