ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মুন্নি-শওকত আলী ইমনের যুগলবন্দি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
মুন্নি-শওকত আলী ইমনের যুগলবন্দি শওকত আলি ইমন ও দিনাত জাহান মুন্নি

দেড় যুগ আগের কথা। শওকত আলি ইমনের সুর-সংগীতে ‘জননেতা’ ছবিতে গান গেয়ে প্লেব্যাকে অভিষেক হয় দিনাত জাহান মুন্নির।

এরপর ইমনের সুরে অনেক গান গেয়েছেন তিনি। এবার গাইলেন একসঙ্গে। সুর-সংগীত ইমনের।

বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’র জন্য তৈরি হয়েছে এটি। এর কথাগুলো এমন- ‘সূর্য ডুবেছে, সন্ধ্যা নেমেছে/পথিকের পায়ে হাঁটা থেমেছে/জোনাকির পাড়াতে/মন চায় হারাতে/চলো না দু’জনে আসি ঘুরে/
বহুদূরে, বহুদূরে’। এটি লিখেছেন কবির বকুল। তিনি বললেন, ‘প্রেম, ভালোবাসাময় শব্দগুলো এড়িয়ে একটু ভিন্ন আঙ্গিকে লিখেছি। ’

গানটি নিয়ে মুন্নি বললেন, ‘চলচ্চিত্রে আমার প্রথম গানের সুরকার ইমন ভাই। সেই ১৯৯৭ সালে তার সুরে প্রথম গেয়েছিলাম। এবারই প্রথম আমরা একসঙ্গে কোনো গান পরিবেশন করতে যাচ্ছি। ভালো লাগছে কাজটা করে। ’

আনজাম মাসুদের উপস্থাপনায় ‘আনন্দমেলা’র আরেকটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর ও কনা। আসন্ন কোরবানির ঈদের দিন রাতে অনুষ্ঠানটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।