ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গ্রামের ছেলে অপূর্ব!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
গ্রামের ছেলে অপূর্ব! ‘উৎসর্গ’ টেলিছবিতে অপূর্ব

অপূর্ব একটা ভাঙাচোরা সাইকেল চালাবেন। হ্যান্ডেলে ঝোলানো থাকবে বাজারের ব্যাগ।

গায়ে ঢিলেঢালা হাফহাতা শার্ট। গ্রামের রাস্তা দিয়ে চলবেন। থাকবেন প্রত্যন্ত অঞ্চলের সাধারণ এক বাড়িতে। বাস্তব বাদ দিয়ে যদি নাটকের কথাও ধরা হয়, এমন দৃশ্য কল্পনা করা কঠিন।

অপূর্ব মানেই শহুরে যুবক- গত কয়েক বছর ধরে এমন একটা বিষয় দাঁড়িয়ে গিয়েছিলো। নিজেকে তিনি অনেকটা আটকেও রেখেছিলেন নির্দিষ্ট কিছু ঘরানার চরিত্রের মধ্যে। এতে অনেকের আক্ষেপ ছিলো, অপূর্ব কেন নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করছেন না! তাকে দিয়ে আরও অনেক ধরনের চরিত্র করানো সম্ভব- এমন কথাও বলেছেন অনেকে। কিন্তু ‘শহুরে’ ইমেজ ভেঙে তিনি বের হননি।

এমনও না যে অপূর্ব গ্রামীণ চরিত্রে একেবারেই সফল নয়। ‘অমানুষ’, ‘আপদ বিদায়’, ‘বাক্স’, ‘স্বপ্নের চিতা’, ‘রূপার মুদ্রা’, ‘বকুল ফুটেছিলো’সহ আরও কিছু নাটকে সে প্রমাণ আছে। তবে সে বেশ আগের কথা!

আসছে কোরবানির ঈদে প্রচার তালিকায় থাকা অপূর্ব অভিনীত নাটক-টেলিছবিগুলোর মধ্যে ‘উৎসর্গ’ আলাদা হয়ে থাকবে। কারন একটাই, চরিত্রের ভিন্নতা। এতে তিনি গ্রামের সহজ-সরল ছেলে। যে সাইকেল চালায়, গ্রামের বাজারে আড্ডা মারে, কলেজে যায়; এবং ভালোবাসে। জাকিয়া বারী মমর সঙ্গে একসঙ্গে বেড়ে ওঠা, পড়াশোনা, অভিমান, প্রেমে পড়া। টেলিছবিটির পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলছেন, ‘প্রেমের তীব্রতা এতোই যে, রাতে একবার মমর সঙ্গে দেখা না করে সে ঘুমায় না। বাজারে কোনো নতুন খাবার আসলে, দৌড়ে গিয়ে মমর জন্য নিয়ে আসে। তারা পরস্পরের জন্য সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত। ’ এইচএসসি পরীক্ষা শেষ। সংকটটা আসে তখনই। মম শহরের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু অপূর্ব পায়নি!

টেলিছবি ‘উৎসর্গ’র চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। কোরবানির ঈদে এটি চ্যানেল নাইনে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।