ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ বানাচ্ছেন শাওন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ বানাচ্ছেন শাওন হুমায়ূন আহমেদ ও মেহের আফরোজ শাওন

হুমায়ূন আহমেদের হৃদয়ছোঁয়া প্রেমের উপন্যাস ‘কৃষ্ণপক্ষ’ নিয়ে চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন তারই সহধর্মিণী মেহের আফরোজ শাওন। এটি মুক্তি প্রয়াত এই নন্দিত কথাশিল্পী-নির্মাতার জন্মদিন উপলক্ষে।



আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে এই ঘোষণা দেওয়া হয়। এখানে ছিলেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক শাওন।

জীবদ্দশায় আটটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন হুমায়ূন আহমেদ। এগুলো হলো- আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা, শ্যামল ছায়া, নয় নম্বর বিপদ সংকেত, আমার আছে জল ও ঘেটুপুত্র কমলা

এ ছাড়া তার গল্প নিয়ে তৈরি হয়েছে বেশ কয়েকটি ছবি। এ তালিকায় রয়েছে শঙ্খনীল কারাগার, দূরত্ব, নন্দিত নরকে, নিরন্তর, দারুচিনি দ্বীপ, সাজঘর এবং প্রিয়তমেষু।

বাংলাদেশ সময় : ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
জেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।