ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হজের অভিজ্ঞতা অসম্ভব শান্তির ও কষ্টের : তাহসান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
হজের অভিজ্ঞতা অসম্ভব শান্তির ও কষ্টের : তাহসান তাহসান রহমান খান

হজ পালন করার উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন সংগীতশিল্পী তাহসান রহমান খান। হজব্রত পালন শেষে সুস্থভাবে গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরেছেন তিনি।

এ যাত্রায় তাহসানের সঙ্গী ছিলেন তার মা।

দেশে ফিরে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাংলানিউজকে তাহসান বলেন, ‘হজের অভিজ্ঞতা অসম্ভব শান্তির এবং অসম্ভব কষ্টের একটা মিশ্র অনুভূতি। যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এর বেশি কিছু বলতে চাই না। ’

তাহসান জানান, গভীর রাতে বিমানবন্দরে পৌঁছার কারণে সব জিনিসপত্র সঙ্গে নিয়ে বাসায় ফেরা সম্ভব হয়নি তার। আজ সেগুলো সংগ্রহ করবেন তিনি।

এদিকে তাহসান অভিনীত একাধিক নাটক প্রচার হয়েছে এবারের ঈদে। এর মধ্যে ‘টু এয়ারপোর্ট’, ‘প্রিয়তমেষু’, ‘আজ শুভদিন’ অন্যতম। বরাবরের মতো এবারও তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে।

বাংলাদেশ সময় : ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।