ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আওলাদ হেসেনকে স্মরণ করা হবে ৯ অক্টোবর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
আওলাদ হেসেনকে স্মরণ করা হবে ৯ অক্টোবর মোহাম্মদ আওলাদ হোসেন

বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আওলাদ হোসেন সম্প্রতি প্রয়াত হয়েছেন। বাংলা চলচ্চিত্র সাংবাদিকতার ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন এই সংগ্রামী মানুষটি।

তারই সতীর্থরা এবার স্মরণ করবেন তাকে। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) আয়োজনে ৯ অক্টোবর মোহাম্মদ আওলাদ হোসেনকে নিয়ে স্মরণসভা হবে এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে। এ স্মরণসভায় আওলাদ হোসেনকে নিয়ে আলোচনা ও তার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

২ অক্টোবর রাতে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মোহাম্মদ আওলাদ হোসেনকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৪৯ বছর।



বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।