ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ডাবিং শেষ, ‘শঙ্খচিল’-এর ওড়ার অপেক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
ডাবিং শেষ, ‘শঙ্খচিল’-এর ওড়ার অপেক্ষা

কাঁটাতারের গল্প। বাংলাদেশ-ভারত সীমান্তের এক জনপদ।

সেখানকার এক ভূগোল শিক্ষক, তার স্ত্রী ও ছোট মেয়েকে নিয়েই ‘শঙ্খচিল’। গৌতম ঘোষের এ ছবির দৃশ্যধারণ শুরু হয়েছিলো চলতি বছরের মার্চে। শেষ ধাপের কাজ হয় জুলাইয়ে। এরপর সম্পাদনার টেবিল পেরিয়ে ডাবিংও শেষ। কিছুদিন আগে পরিচালক গৌতম ঘোষ বাংলাদেশে এসেছিলেন এদেশীয় অভিনেতা-অভিনেত্রীদের ডাবিং সম্পন্ন করতে।

গতকাল প্রসেনজিতের ডাবিংও শেষ হয়েছে। ছবিটিতে ওপারের প্রসেনজিতের সঙ্গে আছেন বাংলাদেশের কুসুম সিকদার। রয়েছেন মামুনুর রশীদ, শাহেদ আলী, রোজী সিদ্দিকীসহ অনেকে। ‘শঙ্খচিল’ তৈরি হয়েছে যৌথ প্রযোজনায়।

এখন ‘শঙ্খচিল’ মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। জানা গেছে, এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুর দিকে মুক্তি পেয়ে উড়তে শুরু করবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।