ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘পুত্র’ শুরু, জয়া আসবেন সাতাশে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
‘পুত্র’ শুরু, জয়া আসবেন সাতাশে ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শিশু ও নারীর অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘পুত্র’। প্রাধান্য পাবে অটিজম বিষয়টিও।

ছবিটি নির্মাণের উদ্যোগ নিয়েছে তথ্য মন্ত্রণালয়, প্রযোজনা করছে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। পরিচালনা করছেন নাট্যনির্মাতা সাইফুল ইসলাম মান্নু।

গতকাল রোববার (১৮ অক্টোবর) থেকে ‘পুত্র’ মাঠে নেমেছে। চ্যানেল আই স্টুডিওতে সেট নির্মাণ করে প্রথম দিনের কাজ শেষ করেছেন মান্নু। জানালেন, প্রথম দিনের কাজ শেষ হয়েছে ভালোভাবে। আবার টানা দৃশ্যায়ন শুরু হবে ২১ অক্টোবর থেকে। প্রথম দিনের কাজে অংশ নিয়েছেন লায়লা হাসান, ফেরদৌস-সহ অনেকেই।

এতে জয়া আহসানেরও অভিনয় করার কথা। গত ১৬ অক্টোবর কলকাতায় তার অভিনীত ‘রাজকাহিনী’ মুক্তি পেয়েছে। তিনি এখন ব্যস্ত ওই ছবির প্রচারণায়। দেশে ফিরবেন কয়েকদিনের মধ্যে। আগামী ২৭ অক্টোবর থেকে ‘পুত্র’র শুটিংয়ে যোগ দেবেন বলে জানিয়েছেন মান্নু।

ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন হারুন রশীদ। ঢাকার পাশাপাশি গাজীপুর ও রাজবাড়িতে এর দৃশ্যধারণ হবে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।