ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভিউকার্ডের দিনগুলোতে ওমর সানি-মৌসুমী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
ভিউকার্ডের দিনগুলোতে ওমর সানি-মৌসুমী

‘ওই দিনগুলো আমায় ভীষণ টানে’- বলতে বলতে ওমর সানি ২০১৫’র ২১ অক্টোবরের দুপুরে বসে, ফিরে গেলেন পুরনো দিনে। বছর দশেক আগেও গ্রামের বাজারে, মফস্বলে, ফুটপাতে কিছু ফেরিওয়ালার দেখা মিলতো।

ছিলো অনেক স্থায়ী দোকানও, যারা সাজিয়ে বসতো ভিউকার্ডের পসরা। তাতে ওমর সানির ছবি থাকতো, থাকতো মৌসুমীর, আরও অনেক চিত্রনায়ক-নায়িকার। ভক্তরা সেগুলো কিনে জমিয়ে রাখতেন যত্নে।

সেদিনগুলো ক্ষয়ে গেছে। দাপিয়ে জেঁকে বসেছে ইন্টারনেট, মোবাইলের দিন। ভিউকার্ড এখন স্মৃতিবাহক। সম্প্রতি এক ভক্ত ওমর সানিকে একটি ভিউকার্ডের ছবি পাঠিয়েছেন। তাতে সেই ‘স্বর্ণালি’ সময়ের ওমর সানি-মৌসুমী জুটি, দাঁড়িয়ে আছেন ফিল্মি ঢঙে। সেটি দেখে বেশ আবেগতাড়িত হয়ে পড়ছেন, পোস্ট করলেন ফেসবুকে, তারপর বাংলানিউজকে বললেন, ‘ওই সময় এমনও হয়েছে, যারা ভিউকার্ড ফেরি করেছে, ওদেরকে বলেছি, তোমরা এসব ছবি অনুমতি না নিয়ে বিক্রি করছো কেনো? ওরা খুব করুণ কণ্ঠে বলতো- ‘বস, এগুলো দিয়েই আমরা সংসার চালাই। ’ পরে আর কিছু বলিনি। মায়া লাগতো। ছবিই তো বিক্রি করছে, আমার কিডনি তো আর বিক্রি করছে না!’

ওমর সানি ঢাকায় থাকেন। দামি গাড়ি চড়েন। মোবাইল থাকে সঙ্গে সবসময়। ঘুরে বেড়ান সামাজিক যোগাযোগ মাধ্যমেও। কিন্তু মনটা তার এখনও পড়ে আছে পুরনো দিনে, চিঠি-ডাকবাক্সের যুগে। বলছেন, ‘আমরা যতো আধুনিক হচ্ছি, সামাজিকতা হারিয়ে যাচ্ছে। কোনোদিন যদি এমন হয়, মোবাইল-ইন্টারনেট না থাকে, চিঠির যুগ ফিরে আসে; কেউ খুশি না হোক, আমি হবো। ওই সময়ের যে আন্তরিকতা, সেটা এখন আমরা পাই কই!’

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।