ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রথীন্দ্রনাথ রায়কে নিয়ে ‘বাংলার গান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
রথীন্দ্রনাথ রায়কে নিয়ে ‘বাংলার গান’ (বাঁ থেকে) কবির বকুল ও রথীন্দ্রনাথ রায়

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে মুক্তিসেনাদের অনুপ্রাণিত করেছেন, এরপর অসংখ্য জনপ্রিয় গানে শোনা গেছে রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠ। এর মধ্যে নির্বাচিত আটটি গান নিয়ে সাজানো হলো ‘বাংলার গান’ নামের বিশেষ অনুষ্ঠান।



এই আয়োজনে গানগুলো পরিবেশনের পাশাপাশি এসবের গল্পও বলেছেন রথীন্দ্রনাথ। এগুলো হলো- ‘গাছের বেল পাকিলে তাতে কাকের কি’, ‘বাউ কুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে’, ‘খোদার ঘরে নালিশ করতে দিলো না’, ‘সবাই বলে বয়স বাড়ে’, ‘তুমি আরেকবার আসিয়া’, ‘হীরামতি হীরামতি, ও হীরামতি’, ‘কে বলে মানুষ মরে’ এবং ‘ছোটদের বড়দের সকলের’।  

অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন কবির বকুল। প্রযোজনায় সৈয়দ জামান। বিটিভিতে ২৬ অক্টোবর রাত ৯টায় প্রচার হবে ‘বাংলার গান’।

বাংলাদেশ সময় : ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।