ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চিটাগং ভাইকিংসের জন্য গাইলেন কুমার বিশ্বজিৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
চিটাগং ভাইকিংসের জন্য গাইলেন কুমার বিশ্বজিৎ কুমার বিশ্বজিৎ

‘আমি আঞ্চলিকতায় বিশ্বাস করি না। সমগ্র বাংলাদেশেই আমার ভক্ত-শ্রোতারা ছড়িয়ে আছেন।

তবু কিছু কিছু ক্ষেত্রে আঞ্চলিকতার বিষয় এলে জন্মস্থানের প্রতি পক্ষপাত থাকে। এই বিচারে চট্টগ্রামের সন্তান হিসেবে বিপিএলে চিটাগং ভাইকিংসের জন্য আমার শুভকামনা বেশিই থাকবে। আর আমি কর্তপক্ষের কাছে কৃতজ্ঞ দলের খেলোয়াড়দের অনুপ্রেরণা দেওয়ার মতো গানটি আমাকে দিয়ে গাওয়ানোর জন্য। ’

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগে অংশগ্রহণকারী দল চিটাগং ভাইকিংসের শিরোনাম গানে কণ্ঠ দিয়ে এমনটাই জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। ‘উড়াইয়া উড়াইয়া মারো রে’ শিরোনামের গানটিতে তিনি আজ শুক্রবার (২৩ অক্টোবর) কণ্ঠ দিয়েছেন। কবির বকুলের লেখা গানটিতে সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু।

জানা যায়, ‘উড়াইয়া উড়াইয়া মারো রে’ গানের একটি ভিডিওচিত্র তৈরি করা হবে। বিজ্ঞাপনী সংস্থা মাত্রার পক্ষে এটি তৈরি করবেন আফজাল হোসেন। এর দৃশ্যধারণ করা হবে ঢাকা ও চট্ট্রগ্রামে। এতে অংশ নেবেন কুমার বিশ্বজিৎ।

কুমার বিশ্বজিৎ এখন ব্যস্ত আছেন দুটি চলচ্চিত্রের গানের সুর ও সংগীতায়োজন নিয়ে। সোহানুর রহমান সোহানের ‘জেদী’ ও প্রসূণ রহমানের নতুন ছবির সবগুলো গান তৈরি করছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত এই গায়ক।
 
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।