ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

স্মৃতির জোছনায় হুমায়ূন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
স্মৃতির জোছনায় হুমায়ূন (বাঁ থেকে) মেহের আফরোজ শাওন ও দিনাত জাহান মুন্নী

নন্দিত কথাশিল্পী-নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন আগামীকাল (১৩ নভেম্বর)। এ উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে বিটিভির নিজস্ব প্রযোজনায় তৈরি হলো বিশেষ অনুষ্ঠান ‘স্মৃতির জোছনায় হুমায়ূন’।

এতে তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তারই সহধর্মিণী মেহের আফরোজ শাওন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। তিনি জানালেন, হুমায়ূন আহমেদের লেখালেখি, ছবি, নাটক, ব্যক্তিজীবন ও নানান প্রসঙ্গে কথা বলেছেন শাওন। এসবের বেশিরভাগ তথ্যই কম জানা।

‘স্মৃতির জোছনায় হুমায়ূন’-এর চিত্রায়ন হয়েছে বিটিভির স্টুডিওতে। এই চ্যানেলে ১৩ নভেম্বর রাত ৯টায় প্রচার হবে অনুষ্ঠানটি। এর পরিকল্পনা, গবেষণা ও গ্রন্থনা করেছেন নান্নু চৌধুরী। প্রযোজনায় হারেস আহমেদ ভূঁইয়া।  

বাংলাদেশ সময় : ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।