ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এক বছর পর…

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এক বছর পর… মাহি ও বাপ্পি

মাহি এখন কক্সবাজারের পথে। যেতে যেতে বললেন, ‘পুরনো ছবির শুটিংয়ে যাচ্ছি।

অনেকদিন পর বাপ্পির সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবো। ’ এদিকে বাপ্পি জানালেন, আগামীকাল বৃহষ্পতিবার (২৬ ডিসেম্বর) সেখানে পৌঁছুবেন তিনি। স্মৃতি হাতড়ে বললেন, এক বছর পর মাহির সঙ্গে কাজ হচ্ছে।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ ছবির কাজ বেশ আগেই শেষ হওয়ার কথা ছিলো। এমনকি মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছিলো। বিভিন্ন জটিলতায় ছবিটির কিছু অংশের দৃশ্যধারণ ‘ঝুলে’ যায়। এক বছর আগে সবশেষ শুটিংয়ে অংশ নিয়েছিলেন বাপ্পি ও মাহি। কাল একটি গানের দৃশ্যে ঠোঁট মেলাবেন তারা। পাঁচদিন পর ছবিটির ক্যামেরা ‘ক্লোজ’ করে ঢাকায় ফিরবেন জনপ্রিয় এই জুটি।  

‘ভালোবাসার রং’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘দবির সাহেবের সংসার’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’, ‘তবুও ভালোবাসি’,  প্রভৃতি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন বাপ্পি ও মাহি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে অভিষেক হয় তাদের। এর মধ্যে জাজ ও জাজের বাইরের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বাপ্পি। অন্যদিকে মাহির সঙ্গে প্রতিষ্ঠানটির অানুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। সব মিলিয়ে এক বছর পর জাজের ‘অনেক দামে কেনা’ ছবিটির দৃশ্যধারণে অংশ নেওয়া বাপ্পি ও মাহির জন্য বেশ আনন্দের এবং স্মৃতি জাগানিয়া বিষয়।
    
এদিকে এ ছবিটির মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন খল  অভিনেতা ডিপজল। এর গল্পে দেখা যাবে ডিপজল একজন ভালো মানুষ। একাকিত্বের জ্বালায় রাতে মদ খেয়ে শহরে ঘুরে বেড়ান আর দুস্থ মানুষকে সেবা করেন। বাপ্পী তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন। একসময় বাপ্পীকে নিজের অতীত জীবনের দুঃখের কথা জানান ডিপজল। তখন ফ্ল্যাশব্যাকে ওঠে আসে মাহির সঙ্গে তার ভালোবাসার সম্পর্কের কথা। ‘সিটি লাইটস’ ছবিটির ছায়া অবলম্বনে ‘অনেক দামে কেনা’র চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জাহির বাবু।



বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।