ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পহেলা ডিসেম্বর থেকে ‘মুক্তিযুদ্ধের চিত্রমালা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
পহেলা ডিসেম্বর থেকে ‘মুক্তিযুদ্ধের চিত্রমালা’

মুক্তিযুদ্ধের চিত্রাংকন নিয়ে পহেলা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রতিদিনের অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের চিত্রমালা’। ১৫ জন চিত্রশিল্পীর আঁকাআঁকির পাশাপাশি সেই সময়ের রণাঙ্গনের শিল্পীরা গাইবেন মুক্তিযুদ্ধের গান।

ধারণকৃত অনুষ্ঠানটি ১৫ ডিসেম্বর পর্যন্ত চ্যানেল আইতে প্রচার হবে প্রতিদিন রাত সোয়া ১০টায়। প্রযোজনায় আমীরুল ইসলাম।  

অনুষ্ঠানে চিত্র আঁকবেন মুস্তাফা মনোয়ার, হাশেম খান, সমরজিৎ রায় চৌধুরী, জামাল আহমেদ, শামসুদ্দোহা, বীরেন সোম, আবদুল মান্নান, ফরিদা জামান, মনিরুজ্জামান, আবুল বারক আলভী, আলপ্তগীন তুষার, আন্দালিব প্রেমা, নিশার হোসেন, কনকচাঁপা চাকমা এবং স্বপন চৌধুরী।  

চ্যানেল আই ভবনে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চিত্রশিল্পী হাশেম খান বলেন, ‘শিল্পীর তুলির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের কাছে জাগ্রত হচ্ছে, মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরছে, মুক্তিযোদ্ধাদের কথা বলছে। চ্যানেল আইয়ের এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই। ’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কাজী আনোয়ার আহমেদ (বিএসআরএম-এর হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, ঢাকা) এবং ইউনিট্রেন্ডের সিইও মনির আহমেদ খান।

বাংলাদেশ সময় : ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।