ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সালমান খানের আত্মজীবনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
সালমান খানের আত্মজীবনী সালমান খান

বয়সের হাফ সেঞ্চুরি উপলক্ষে আত্মজীবনী বের করছেন বলিউড সুপারস্টার সালমান খান। এর নাম রাখা হয়েছে ‘বিইং সালমান’।

আগামী ২৭ ডিসেম্বর তার ৫০তম জন্মদিনে এটি বাজরে আনছে ভারতের প্রকাশনা সংস্থা পেঙ্গুইন ইন্ডিয়া।

এটাই সালমানের জীবন নিয়ে লেখা প্রথম কোনো গ্রন্থ। এতে তার ব্যক্তিজীবন ও পরিবারের জানা-অজানা কথা থাকছে। বইটি লিখেছেন দিল্লির সাংবাদিক জসিম খান। পেঙ্গুইন ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, ‘কোনটা প্রকৃত সালমান? এখন যেখানে আছেন, কেনো তিনি এই পথে? সালমানের বংশ ও তার ব্যক্তিগত চমকপ্রদ জানা-অজানা তথ্যাদির সংক্ষিপ্ত বিবরণ থাকবে। এর মাধ্যমে তাকে বোঝা সহজ হবে ভক্তদের জন্য। ’

বলিউডে সম্পৃক্ত এমন একটি পরিবারে বেড়ে উঠেছেন সালমান। তার বাবা সেলিম খান প্রখ্যাত চিত্রনাট্যকার। ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সল্লু। এরপর ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘সাজন’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম দিল দে চুকে সনম’ এবং সাম্প্রতিক সময়ের ‘দাবাং’, ‘এক থা টাইগার’, ‘কিক’ ও ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো সুপারহিট ছবির সুবাদে কোটি কোটি দর্শকের মন জয় করে চলেছেন তিনি।

সালমানের ব্যক্তিজীবন বিতর্কে ঠাসা। এর মধ্যে সবচেয়ে আলোচিত গাড়ি চাপা দিয়ে অনিচ্ছকৃত হত্যা মামলা এবং কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ। তাছাড়া একের পর এক প্রেমে জড়ানো, নতুন অভিনেত্রীদের পরামর্শদাতা হিসেবে কাজ করা এবং সহকর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে খবরের শিরোনামে এসেছেন বারবার।

অন্যদিকে সুবিধাবঞ্চিতদের জন্য অলাভজনক দাতব্য সংস্থা বিইং হিউম্যান ফাউন্ডেশন গড়ে প্রশংসিত হয়েছেন তিনি। এ ছাড়া বেসরকারি সংস্থা বিইং হিউম্যান থেকে টি-শার্ট ও অন্যান্য পণ্যসামগ্রী বিক্রি করে অর্থতহবিল সংগ্রহ করে দরিদ্রসেবায় দিয়ে থাকেন বলিউডের এই অভিনেতা।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।