ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘তিনি আসলে লোক ভালো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
‘তিনি আসলে লোক ভালো’

আখম হাসানের হাতে লম্বা লাঠি, গলায় ঝুলছে রুদ্রাক্ষ মালা। পোশাক বলতে একটা লাল থান খন্ড করে এক টুকরো পরেছেন, গায়ে জড়িয়েছেন একটু, আর এক অংশ পাগড়ির মতো করে জড়িয়েছেন মাথায়।

হাতে শুধু পাউরুটি। দেখেই বোঝা যাচ্ছে তিনি স্বল্পাহারী। অথচ তাকে নাকি এলাকার সবাই ভয় পায়!

মন্ত্র সাধনা করেন। একা বসে থাকেন বনে-জঙ্গলে। ভয় পায় তাই। হাসান জানাচ্ছিলেন, মানুষ কিন্তু তিনি খারাপ না! তিনি আসলে লোক ভালো। অঞ্জন আইচও বলছিলেন, ‘প্রথমদিকে দর্শকও দ্বিধান্বিত থাকবে। মনে করবে, সে আসলে মন্দ চরিত্রের লোক। ’ কিন্তু তা নয়। গ্রামের যারা খারাপ, মানুষের বিনষ্ট চায়, তাদের বিরুদ্ধেই হাসানের এই অবস্থান।

আখম হাসানকে এমন চরিত্রে দেখা যাবে ‘মেঘের পরে মেঘ জমেছে’ ধারাবাহিকে। তাকে নিয়ে এটি নির্মাণ করছেন অঞ্জন আইচ। চিত্রনাট্যও অঞ্জনের। বেশকিছু অংশের দৃশ্যধারণ শেষ হয়েছে গাজীপুর ও ঢাকা শহরের বিভিন্ন স্থানে। এতে আরও অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, নাদিয়া, সাজু খাদেম, এফএস নাঈম, মিশু সাব্বির, সামিহা, প্রিয়া আমান, আরফান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।