ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রথম বিজয় উল্লাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
প্রথম বিজয় উল্লাস

দীর্ঘ ৪৪ বছর অপেক্ষার পর এবারের ১৬ ডিসেম্বর ছিটমহলবাসীদের জন্য বাংলাদেশি পরিচয়ে প্রথম বিজয় দিবস। এই ঐতিহাসিক গৌরবোজ্জ্বল মুহূর্ত উদযাপন করতে গ্রামীণফোন আয়োজন করেছে ‘প্রথম বিজয় উল্লাস’।



আগামী ১৬ ডিসেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে পঞ্চগড়ের গাড়োতি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এটি। প্রধান অতিথি হিসেবে আয়োজন উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

অনুষ্ঠানে শত শত কণ্ঠে পরিবেশন করা হবে বিজয়ের গান। তাদেরকে নেতৃত্ব দেবেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এই আয়োজনে সহায়তা করছে সংস্কৃতিক মন্ত্রণালয় ও বেসরকারি টিভি চ্যানেল আই।  

বাংলাদেশ সময় : ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।